Fire: কাগজের গুদাম থেকে ছড়াল বিধ্বংসী আগুন! ঘরে ঘুমন্ত দাদা-বৌদি, যা করল ভাই...ঘটনাস্থলে দমকলমন্ত্রী

Last Updated:

Fire: বিধ্বংসী আগুন পাতিপুকুরের মাইকেল কলোনিতে। একটি কাগজের গুদামে আগুন লাগে বলেই জানা গিয়েছে। চোখের পলকেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। স্থানীয়রাই প্রথম আগুন দেখতে পান। খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন।

কাগজের গুদাম থেকে ছড়াল বিধ্বংসী আগুন! ঘরে ঘুমন্ত দাদা-বৌদি, যা করল ভাই...ঘটনাস্থলে দমকলমন্ত্রী
কাগজের গুদাম থেকে ছড়াল বিধ্বংসী আগুন! ঘরে ঘুমন্ত দাদা-বৌদি, যা করল ভাই...ঘটনাস্থলে দমকলমন্ত্রী
উত্তর ২৪ পরগনা: বিধ্বংসী আগুন পাতিপুকুরের মাইকেল কলোনিতে। একটি কাগজের গুদামে আগুন লাগে বলেই জানা গিয়েছে। চোখের পলকেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। স্থানীয়রাই প্রথম আগুন দেখতে পান। খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। ভয়ঙ্কর আগুনের গ্রাস থেকে দাদা-বৌদির প্রাণ বাঁচালেন দেওর।
ঘণ্টা খানেকের চেষ্টায় সেই বিধ্বংসী আগুন অবশ্য নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। প্রাথমিক ভাবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে।
advertisement
advertisement
হার্টের পেশেন্ট হওয়ায় মাঝ বয়সী দিপালী সরকার ঘুমের ওষুধ খেয়ে। সেই ঘরেই ছিলেন তার স্বামীও। হঠাৎই দেওরের চিৎকারে ঘুম ভাঙে তাদের। ফলে কোনওরকমে প্রাণে বাঁচলেন স্বামী-স্ত্রী। প্রাণ ফিরে পেয়ে ভাইকে ধন‍্যবাদ দাদা-বৌদির।
তবে কী কারণে আগুন লাগল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে দমকলের পক্ষ থেকে। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে ওই গুদামে। ওই গুদামে কাগজের পেটি-সহ পিচবোর্ড ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
advertisement
রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় আশপাশের মানুষজন। ঘন ধোঁয়ায় চার পাশ ঢেকে যায়। আর্থিক অগ্নিকাণ্ডের ঘটনার স্থলের পাশেই বাড়ি হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন দিপালী সরকার বলেই মনে করছেন। দমকলমন্ত্রী সুজিত বসু দুর্ঘটনাস্থলে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। আগুন এখন নিয়ন্ত্রণে বলেও জানান তিনি। তবে গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে দমকল ও স্থানীয় পুলিশের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire: কাগজের গুদাম থেকে ছড়াল বিধ্বংসী আগুন! ঘরে ঘুমন্ত দাদা-বৌদি, যা করল ভাই...ঘটনাস্থলে দমকলমন্ত্রী
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement