Lalbazaar Abhijan: প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি চিকিৎসকরা

Last Updated:

Lalbazaar Abhijan: সোমবার লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ এরপর রাস্তার উপরেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ এবার ২২ ঘণ্টা পর অবশেষে ব‍্যারিকেড তুলছে পুলিশ। লালবাজার যাবেন ২২ সদস্যের চিকিৎসকদের প্রতিনিধি দল।

প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি হচ্ছেন চিকিৎসকরা
প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি হচ্ছেন চিকিৎসকরা
কলকাতা: সোমবার লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ এরপর রাস্তার উপরেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ এবার ২২ ঘণ্টা পর অবশেষে ব‍্যারিকেড তুলছে পুলিশ। লালবাজার যাবেন ২২ সদস্যের চিকিৎসকদের প্রতিনিধি দল। এবার ঢুকতে শুরু করল মিছিল। বেন্টিঙ্ক স্ট্রিটের ১০০ মিটার আগেই থামানো হল মিছিল। গানের সুরে, স্লোগানে স্লোগানে একশো মিটার পথ এগিয়ে আপাতত অপেক্ষা করছেন চিকিৎসকেরা। মানববন্ধন করে লালবাজারের পথে এগোচ্ছেন আন্দোলনরত চিকিত্‍সকরা।
সূত্রের খবর অনুযায়ী, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত মানববন্ধন করে যাবেন সকলে। তারপর ২২ জন যাবেন। কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হবে ব্যারিকেড। বেন্টিংক স্ট্রিটের আগে পর্যন্ত যেতে পারবে মিছিল। জানা গিয়েছে, ২২ সদস‍্যের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন।
প্রসঙ্গত, পুলিশ ব‍্যারিকেড দিয়ে মিছিল আটকানোর পর রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।  আর ব্যারিকেডের ওপারে চেয়ারে বসে পুলিশকর্মীরা৷ সোমবার দুপুরের পর থেকে এটাই ছিল লালবাজারের অদূরে ফিয়ার্স লেনের সামনে বি বি গাঙ্গুলি  স্ট্রিটের ছবি৷
advertisement
advertisement
নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাতভর রাস্তাতেই বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ চলছিল স্লোগান, গান৷ শান্তিপূর্ণ বিক্ষোভ হওয়ায় পুলিশকর্মীরাও চেয়ারে খানিক নিশ্চিন্ত হয়েই বসেছিলেন৷ আচমকাই ভোররাত পৌনে চারটে নাগাদ জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ জাতীয় সঙ্গীত শুনে তড়িঘড়ি উঠে দাঁড়ান চেয়ারে বসে থাকা পুলিশকর্মীরা৷ জুনিয়র চিকিৎসকদের সূত্রে অবশ্য খবর, পুুলিশকর্মীদের চেয়ার ছেড়ে দাঁড় করাতেই জাতীয় সঙ্গীত গাওয়ার সিদ্ধান্ত হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lalbazaar Abhijan: প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি চিকিৎসকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement