TRENDING:

RG Kar Hospital: আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে প্রতিবাদে সামিল রামপুরহাট গভর্নমেন্ট হাসপাতাল

Last Updated:

RG Kar Hospital: আরজিকরে মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে বিক্ষোভ রামপুরহাটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর জের বীরভূমেও। প্রতিবাদে শামিল রাজ্যের বহু সরকারি হাসপাতালের চিকিৎসকরা। সকাল থেকে আউটডোরের সামনে ঝুলছে নোটিস। স্বাভাবিকভাবেই ব্যাহত চিকিৎসা পরিষেবা। তার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবারের লোকজনেরা।
advertisement

শনিবার সকাল থেকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা।তাই সকাল থেকে আউটডোরে চিকিৎসা করাতে এসে চরম ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিবারের লোকজন।কেউ এসেছিলেন টেস্ট করাতে, আবার কারও পা ভেঙে গিয়েছে। চিকিৎসা করাতে এসে জানতে পারেন আর জি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে শামিল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।

advertisement

আরও পড়ুন – Panta Bhat: পান্তাভাত দেখলেই নাক শিঁটকান! সুগার-কোলেস্টোরলের যম, নিয়মিত খেলে শরীর চনমনে-চাঙ্গা

নজরে আসে আউটডোরে ঝুলছে কর্মবিরতির নোটিস।জরুরি এবং প্রসূতি বিভাগ ছাড়া কোথাও হচ্ছে না চিকিৎসা। তার ফলে ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিবারের লোকজন।

প্রসঙ্গত শুক্রবার সকালে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।সেই সময় তাঁর পোশাক ছিল অবিন‌্যস্ত। দেহের নিচের অংশে পোশাক ছিল না। রাতেই পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে। খুনের আগে চিকিৎসককে ধর্ষণ করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে লালবাজারের গঠিত ‘সিট’। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ।

advertisement

জানা গিয়েছে সঞ্জয় রায় নামে ওই ব্যক্তি হাসপাতালে কর্তব্যরত হোমগার্ড। এই ঘটনার প্রতিবাদে সর্বত্র আছড়ে পড়েছে সমালোচনার ঝড়। অন্যদিকে রামপুরহাট হাসপাতালের Medical Superintendent cum Vice-Principal (MSVP) জানান এমন কোনওঘটনা এখনও তার নজরে আসেনি।তবে আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Souvik Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Hospital: আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে প্রতিবাদে সামিল রামপুরহাট গভর্নমেন্ট হাসপাতাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল