প্রাক্তন শিক্ষক দেবপ্রসাদ মণ্ডল বেশ কিছুদিন ধরেই অসুস্থ। বাড়ির দোতালায় তিনি ও একজন কেয়ারটেকার থাকেন। আর পাশেই বাড়ি করে থাকে ছেলে। তিনি নিয়মিত বাবার খোঁজ খবর রাখা, দেখভাল করা সবকিছুই করেন। অন্যান্য দিনের মত মঙ্গলবার রাতেও কেয়ারটেকারের সঙ্গে দোতলায় ছিলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই সময়ই চুরি হয় বলে অনুমান।
আরও পড়ুন: বিয়ের স্বপ্ন দেখিয়ে ১৭ এর নাবালিকার সঙ্গে নিয়মিত সহবাস ৩২ এর যুবকের! বেঁকে বসতেই বদলে গেল সবকিছু
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দেবপ্রসাদবাবুর ছেলে বাবার খোঁজ নেওয়ার জন্য আসেন। তিনিই প্রথম নজর করেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। তড়িঘড়ি করে ভিতরে ঢুকে দেখেন, নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী খোওয়া গিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বসিরহাট থানায় ফোন করে অভিযোগ জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
আরও পড়ুন: পুজো দিতে এসে ফেরেনি, দু’দিন ধরে নদীর পাড়ে মেয়ের জুতো আগলে বসে বাবা…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মেন গেটের পরপর দুটি তালা ভেঙে ঘরে ঢুকে দুষ্কৃতিরা চুরি করে পালায়। তবে বিষয়টি দোতালায় থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কেয়ারটেকার টের পাননি বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, একটি নতুন ইনভার্টার মেশিন ও ব্যাটারি নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা। পাশাপাশি একতলায় আলমারিতে থাকা নগদ দেশ কিছু টাকাও খোয়া গিয়েছে।