খোয়া গেল মোটা অংকের নগদ টাকা। ব্যাংকের সাথে লিংক থাকা মোবাইল নম্বরটি বলার কারণে হ্যাকারদের প্রতারণার ফাঁদে পড়লেন এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। যে ঘটনা দুশ্চিন্তায় ফেলেছে অনেককেই।
অভিনব কায়দায় আর্থিক প্রতারণার এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনার বাসিন্দা সঞ্জিত কুমার বন্দ্যোপাধ্যায় পেশায় একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। জানা গিয়েছে, নিজের বাড়ির মাইক্রোওভেনে খারাপ হওয়ায় কাস্টমার কেয়ারে ফোন করেছিলেন কালনার ভাদুড়ি পাড়ার বাসিন্দা সঞ্জিত কুমার বন্দোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন- শিশুদের অপরাধ প্রবণতা রোধে সচেতনতা সেমিনার, জেলাশাসক কার্যালয়ে বিশেষ আয়োজন
প্রথমে কাস্টমার কেয়ারের সাথে সংযোগ স্থাপন করা যায়নি। এর পরবর্তীকালে কাস্টমার কেয়ার থেকে ফোন আসে। সেখান থেকে ব্যাংকের সঙ্গে লিংক হয়ে থাকা মোবাইল নম্বরটি জানতে চাওয়া হয়। আর যার পরেই ব্যাংকে গিয়ে সঞ্জিতবাবু জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে নগদ কুড়ি হাজার টাকা খোয়া গিয়েছে।
এই বিষয়ে প্রতারিত সঞ্জিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, কালনা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে নিয়ম অনুযায়ী কালনা থানায় ডাইরি করেছি । কালনা থানায় ডাইরি করার পর ব্যাংকে কমপ্লেন করেছি বা টাকা উদ্ধারের জন্য আবেদন জানিয়েছি।
কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা কালনা শহরের বাসিন্দা সঞ্জিত কুমার বন্দোপাধ্যায়। শুধুমাত্র ব্যাংকের সাথে লিংক থাকা মোবাইল নম্বরকে হাতিয়ার করে আর্থিক প্রতারণার ঘটনা জানাজানি হতেই দুশ্চিন্তায় পড়েছেন এলাকার বহু মানুষজন।