East Medinipur News: শিশুদের অপরাধ প্রবণতা রোধে সচেতনতা সেমিনার, জেলাশাসক কার্যালয়ে বিশেষ আয়োজন

Last Updated:

বর্তমান সময়ে সামাজিক প্রেক্ষাপটে বাড়ছে শিশুদের অপরাধ করার প্রবণতা। শিশুদের এই অপরাধ প্রবণতা রোধে কী কী করণীয় তা নিয়ে সেমিনার।

+
জেলা

জেলা প্রশাসনিক কার্যালয়

তমলুক: কলকাতা হাইকোর্টের জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশে শিশুদের অপরাধ প্রবণতা রোধে বিশেষ শিবির আয়োজন করা হয়। বর্তমান সময়ে মাথাচাড়া দিয়েছে শিশুদের অপরাধ প্রবণতা। কীভাবে শিশুদের থেকে দূরে রাখা যায়, তা নিয়ে এই আলোচনা শিবির আয়োজন হয়। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে জেলাশাসক ভবনে জেলা বিচারবিভাগ ও শিশু সুরক্ষা ইউনিট পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন।
মূলত শিশুদেরকে বিভিন্নভাবে অপরাধ করার হাত থেকে মুক্তি দেওয়া, তাদের মধ্যে অপরাধমূলক কাজ করার প্রবণতাকে রোধ করা এবং যদি কোনও শিশু অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে তাদের আবার কীভাবে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, যাতে ভবিষ্যতে ওই শিশুর ক্যারিয়ারে কোনও সমস্যা না হয় এই সমস্ত বিষয়গুলির উপরে এদিন আলোচনা করা হয়।
advertisement
সারা বিশ্বজুড়ে বর্তমানে শিশুদের অপরাধ করার প্রবণতা বাড়ছে। আর শিশুদের অপরাধপ্রবণতাকে সামাজিক অবক্ষয় বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। কারণ বর্তমানের শিশু আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। আর ছোট অবস্থা থেকেই যদি তার মনে অপরাধ করার প্রবণতা জন্মায়, তা দেশ ও জাতির পক্ষে ক্ষতিকর। মানে বর্তমান সময়ে শিশুদের নানান ধরনের অপরাধমূলক কাজ থেকে কীভাবে দূরে রাখা যায় তা নিয়ে চিন্তিত প্রশাসনিক মহল। আর সেই বিষয়ে এই সচেতনতা শিবির আয়োজন হল জেলায়।
advertisement
advertisement
এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা আদালতের বিচারক, জেলাশাসক, পক্সকো কোর্টের বিচারক, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব, জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক, চিল্ড্রেন হোমের সুপার-কাউন্সিলর এবং শিশু সুরক্ষা দফতরের আধিকারিক, সহ আইনজীবীরা। এদিনের বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে শিশুদের অপরাধমূলক কাজ করার প্রবণতার দিকগুলো তুলে ধরেন।
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: শিশুদের অপরাধ প্রবণতা রোধে সচেতনতা সেমিনার, জেলাশাসক কার্যালয়ে বিশেষ আয়োজন
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement