অবসর জীবনে সারাদিনের অধিকাংশ সময়টাই কাটে তার বাগানে। আনন্দ মেলে মনে, একাত্ম হতে পারেন সবুজের সঙ্গে। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মীর গুণ এবং ভাবনাচিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা, ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী নীতিশ সিনহা। সেনাবাহিনীতে চাকরির পর একাধিক বিভাগে তিনি কাজ করেছেন। পুলিশ বিভাগে দিয়েছেন ভলেন্টিয়ারি সার্ভিস। তবে এরপর তিনি নিজের প্রায় দু একর জায়গাতে লাগিয়েছেন একাধিক গাছ। রয়েছে জাপানি মিয়াজাকি থেকে ভারতীয় এবং বিদেশি প্রজাতির একাধিক লিচুর প্রজাতিও।
advertisement
আরও পড়ুন: রোজগারের নতুন দিশা! পুকুর থাকলেই মিলছে বিনামূল্যে মাছ! দুর্দান্ত পদক্ষেপ প্রশাসনের
গাছ অন্ত প্রাণ এই মানুষটি, আগামী প্রজন্মকে দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা। শুধু তাই নয়, সরকারি সাহায্য নিয়েই বিভিন্ন ধরনের চাষ করে মালামাল হওয়া যায়। নিজের প্রায় দু’একর জমিকে তিনি রূপ দিয়েছেন এক প্রাণবন্ত বাগানে। সেখানে রয়েছে ভেষজ উদ্ভিদ, আম, লিচু, কাঁঠাল, জাম, আতা-সহ ১০ রকমের ফলের গাছ। তবে সবচেয়ে চমকপ্রদ তাঁর এই সবুজ প্রকল্পে রয়েছে এক বিদেশি সংযোজন—জাপানের ‘মিয়াজিকি’ জাতের আম, যার এক কেজির দাম লক্ষাধিক টাকা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এত দামি আম নিজের জমিতে ফলিয়ে শুধু আশ্চর্যই করেননি, তাক লাগিয়েছেন স্থানীয় কৃষকদেরও। তাঁর বাগানে শিশু থেকে বৃদ্ধ—সবাই খুঁজে পান প্রকৃতির এক শান্ত ঠিকানা। বহু যুবক তাঁর অনুপ্রেরণায় গাছ লাগানো শুরু করেছেন। প্রত্যন্ত গ্রামে থেকেও, বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর থেকে অবসর নিয়ে তার এই পরিবেশ সম্পর্কে ভাবনা এবং উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ