স্থানীয় সূত্রে খবর, গরমের দিনে ওই গাছটির আশ্রয়েই রেহাই পেতেন পথ চলতি বহু মানুষ। দীর্ঘ ২০-৩০ বছর ধরে ওই বটগাছ ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাদের পাম্পের শোভা বৃদ্ধি করার জন্য সেই জায়গার গাছটিকে নির্বিচারে কেটে ফেলেছে। কিন্তু এই গাছ দাঁড়িয়ে রয়েছে পূর্ত দফতরের জায়গায়! সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূত হয়ে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ নির্বিচারে বৃক্ষ নিধন করে চলেছে।
advertisement
আরও পড়ুন: পোস্ট অফিসের প্রাক্তন কর্মী রাস্তায় বসে বেচছেন ‘টাকা’! কিনতে ভিড় বহু মানুষের
ঘটনার প্রতিবাদ করতে স্থানীয় এক পরিবেশ প্রেমী মানুষ এগিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা কাটা গাছের গুড়ি নিয়ে পাম্পের রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ওই জায়গা থেকে অবরোধ ওঠে স্থানীয়দের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা তিনি বলেন, “দীর্ঘ ২০-৩০ বছর ধরে ওই বটগাছটিকে স্থানীয় মানুষরাই লালন পালন করে বড় করেছেন। গরমের দিনে এই গাছ এলাকার মানুষদের আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে গাছটিকে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে দেখে তারা প্রতিবাদ করতে গেলে, তাদেরকে ভয় দেখানো হয়। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাদের সঙ্গে অভাব্য আচরণ করেন। তারপরেই তারা প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে গাছের কাটা গুড়ি রেখে প্রতিবাদ জানাতে থাকেন।”
পুলিশ সূত্রে খবর, গাছ কাটার জন্য একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কাটা গাছের গুড়িগুলি।
রাহী হালদার






