Hooghly News: পোস্ট অফিসের প্রাক্তন কর্মী রাস্তায় বসে বেচছেন 'টাকা'! কিনতে ভিড় বহু মানুষের
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
পোস্ট অফিসের প্রাক্তন কর্মী এখন রাস্তায় বসে করছেন এই কাজ
হুগলি: একটা সময় তিনি চাকরি করেছেন পোস্ট অফিসে। বয়স যখন তার ছিল ২০ বছর সেই সময়ে ডাক বিভাগে চাকরি শুরু করার পর জীবনে এক অদ্ভুত শখ হয়েছিল তার। তার শখ ছিল পুরাতন ও বিভিন্ন দেশীয় মুদ্রা সঞ্চয় করার। এই ভাবেই ৪০ বছর ধরে তিনি বিভিন্ন সময়ের দেশীয় মুদ্রা সঞ্চয় করেছিলেন। বয়স যখন তার ৬০ বছর, সেই সময় রিটায়ারের পর এবার তার শখের সঞ্চয় বিক্রি করেই দিনযাপন করছেন বৃদ্ধ।
হুগলির শ্রীরামপুরের জি টি রোডের উপরে বটগাছের তলায় প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়া যাবে অমল ভট্টাচার্যকে। তার সঞ্চয়ে রয়েছে বিভিন্ন সময়ের মুদ্রা থেকে বিভিন্ন দুর্লভ টাকা। এমনকি দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরের মুদ্রাও রয়েছে তার কাছে। ছোটবেলায় শখের বসে এই পয়সাগুলি তিনি জমিয়েছিলেন। এখন বার্ধক্যকালে তার সেই সঞ্চয় হয়ে দাঁড়িয়েছে তার রোজগারের পথ। নিজের শখের সঞ্চয় বেচেই এখন দিন কাটছে বৃদ্ধের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে অমলবাবু জানিয়েছেন, বছর দুয়েক ধরে তিনি রাস্তার ধারেই বসে বিক্রি করছেন তার সঞ্চয়ের বিভিন্ন মুদ্রা। আগে তার কাছে আরও বেশি সঞ্চয় ছিল। বিগত দুই বছরে তা বেশ কিছু বিক্রি হয়েছে। তারই মুদ্রার সঞ্চয় দেখতে প্রতিদিনই বহু মানুষ আসেন। তবে যারা পুরাতন মুদ্রা জমানোর শখ রাখেন তারাই এসে কেনেন মূলত তার থেকে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন তার কাছে এই মুদ্রা কিনতে। একটা সময়ের তার সঞ্চয় এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে তার জীবনযাপনের অংশ হয়ে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2025 7:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পোস্ট অফিসের প্রাক্তন কর্মী রাস্তায় বসে বেচছেন 'টাকা'! কিনতে ভিড় বহু মানুষের









