TRENDING:

East Bardhaman News: মাঠে এসেই রান্না করেন বর্ধমানের এই গ্রামের বাসিন্দারা! কারণ জানলে অবাক হবেন 

Last Updated:

বর্ধমানের এই গ্রামের বাসিন্দারা বছরের একটা দিন যা করেন, তা জানলে রীতিমত অবাক হবেন সকলেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান:  নিজেদের বসতবাড়ি ছেড়ে গ্রামবাসীরা মাঠে এসে রান্না করেন। মাঠের মধ্যেই মাটির উনুন তৈরি করে চলে রান্না। তারপর সকলে মিলে মাঠে বসেই খাওয়া দাওয়া করেন। আট থেকে আশি সকলেই উপস্থিত থাকেন মাঠের মধ্যে। প্রত্যেকবছর পৌষ মাসের ২৭ তারিখ এমনই রীতি পালন করেন পূর্ব বর্ধমানের কোশিগ্রামের বাসিন্দারা। সেরকমই প্রত্যেক বছরের মত এবারও ২৭ পৌষ রবিবার এই রীতি পালন করলেন গ্রামবাসীরা।
advertisement

এই প্রসঙ্গে গ্রামের বাসিন্দা তথা কোশিগ্রাম পঞ্চায়েতের প্রধান রিজু সাহা বলেন, “বহু বছর পূর্বে আমাদের গ্রামে কলেরা রোগ সৃষ্টি হয় যার ফলে প্রচুর মানুষ মারা যায়। সেই সময় গ্রামের মানুষ কী করবে সেটা বুঝে উঠতে পারছিলেন না। তখন পৌষ মাসের ২৭ তারিখ মাঠে এসে রান্না করে খান। তারপর থেকেই আমাদের এই রীতি রেওয়াজ চলে আসছে।”

advertisement

আরও পড়ুন: ‘মহিলাদের’ হার্ট অ্যাটাকের ঠিক আগে এই ‘সাইলেন্ট’ লক্ষণগুলিই দেখা যায়… সতর্ক হন আজই!

রবিবার কাটোয়া-কেতুগ্রাম রাস্তার কোশিগ্রাম বাসস্ট্যাণ্ডের কাছে যেতেই চোখে পড়ে রাস্তার দু’ধারে মাঠে ছোট ছোট তাঁবু খাটিয়ে প্রচুর মানুষ খিচুড়ি প্রসাদ রান্না করছে। গ্রামের কয়েকটি করে পরিবার মিলে এক-একটি করে রান্নার আয়োজন করেছেন। এভাবেই চলে আসছে প্রথা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সতর্কীকরণ- নিউজ১৮ বাংলা কারও বিশ্বাসে আঘাত করে না, কোনো কুসংস্কারকে মান্যতাও দেয় না

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: মাঠে এসেই রান্না করেন বর্ধমানের এই গ্রামের বাসিন্দারা! কারণ জানলে অবাক হবেন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল