এই প্রসঙ্গে গ্রামের বাসিন্দা তথা কোশিগ্রাম পঞ্চায়েতের প্রধান রিজু সাহা বলেন, “বহু বছর পূর্বে আমাদের গ্রামে কলেরা রোগ সৃষ্টি হয় যার ফলে প্রচুর মানুষ মারা যায়। সেই সময় গ্রামের মানুষ কী করবে সেটা বুঝে উঠতে পারছিলেন না। তখন পৌষ মাসের ২৭ তারিখ মাঠে এসে রান্না করে খান। তারপর থেকেই আমাদের এই রীতি রেওয়াজ চলে আসছে।”
advertisement
আরও পড়ুন: ‘মহিলাদের’ হার্ট অ্যাটাকের ঠিক আগে এই ‘সাইলেন্ট’ লক্ষণগুলিই দেখা যায়… সতর্ক হন আজই!
রবিবার কাটোয়া-কেতুগ্রাম রাস্তার কোশিগ্রাম বাসস্ট্যাণ্ডের কাছে যেতেই চোখে পড়ে রাস্তার দু’ধারে মাঠে ছোট ছোট তাঁবু খাটিয়ে প্রচুর মানুষ খিচুড়ি প্রসাদ রান্না করছে। গ্রামের কয়েকটি করে পরিবার মিলে এক-একটি করে রান্নার আয়োজন করেছেন। এভাবেই চলে আসছে প্রথা।
সতর্কীকরণ- নিউজ১৮ বাংলা কারও বিশ্বাসে আঘাত করে না, কোনো কুসংস্কারকে মান্যতাও দেয় না