আরও পড়ুন: গুটখা নায় কমলালেবু খান, শহরকে সুন্দর রাখতে অভিনব আহ্বান
ইতিমধ্যেই রাস্তা সংস্কারের ফলে সেই সমস্যার সমাধান কিছুটা হলেও এখনও বেশ কিছু জায়গায় সমস্যা রয়েছে বলেই অভিযোগ। ইতিমধ্যেই রাস্তার দু’ ধরে রেলিং দিয়ে নির্দিষ্টভাবে ফুটপাথ তৈরি করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। তবে সেই নতুন ফুটপাথের কিছু অংশ দখল করে রেখেছেন স্থানীয় দোকানদাররা। আর তাই পুরসভার উদ্যোগে প্রতিদিন মাইকিং করে প্রচার চালানো হচ্ছে ফুটপাত দখলমুক্ত করার। মধ্যমগ্রাম-সোদপুর যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তায় প্রতিদিন কয়েকশো মানুষ যাতায়াত করেন।
advertisement
আরও পড়ুন: আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এখনও বহু মানুষজন রাস্তার পাশেই যানবাহন রাখছেন। সেক্ষেত্রে যান চলাচলের সমস্যা তৈরি হচ্ছে যা ইতিমধ্যেই নজরে এসেছে স্থানীয় প্রশাসনের। জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই নবনির্মিত রাস্তার দু’পাশের সৌন্দর্যায়নের উদ্বোধন করেছেন। যার জন্য ইতিমধ্যেই খরচ হয়েছে প্রায় কুড়ি কোটি টাকা। দীর্ঘ বেশ কয়েক কিলোমিটার রাস্তা সংস্কারের পাশাপাশি ফুটপাত তৈরি ও রেলিং দিয়ে তার সৌন্দর্যায়ন ঘটনা হয়েছে। তবে কিছু সংখ্যক ব্যবসায়ী এই ফুটপাথের উপরই তাঁদের পসরা নিয়ে বসছেন। যার ফলে পথচলতি মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই পুরসভাকে বিষয়টি কড়াভাবে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। চালানো হচ্ছে মাইকিং। এরপর অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারে পুরসভা। গুরুত্বপূর্ণ এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার যানবাহন পাশাপাশি মানুষজন চলাচল করে, সে ক্ষেত্রে ফুটপাথ ফিরে পেয়ে অনেকটাই সুবিধা হয়েছে বলে মত মধ্যমগ্রামবাসীদের। এখন দেখার নতুন বছরে দখলমুক্ত ফুটপাত কতদিন পথচারীদের জন্য খোলা থাকে।
রুদ্রনারায়ণ রায়