Siliguri News: গুটখা নায় কমলালেবু খান, শহরকে সুন্দর রাখতে অভিনব আহ্বান
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
হামেশাই যে কোনও স্থানে গুটখার পিক ফেলেন আম জনতা। এমনিতেই যে কোনও জায়গায় থুতু ফেলা নিয়ে ভারতীয়রা হামেশাই বদনামের সম্মুখীন হয়। খোলা জায়গায় থুতু ফেলার জন্য কিছু কিছু জায়গায় জরিমানা করা হয়
শিলিগুড়ি: গুটখার লাল থুথুতে নোংরা হচ্ছে শহর। একদিকে শহরের সৌন্দর্যায়নের জন্য শিলিগুড়ি পুরনিগম ও এসজেডিএ উঠে পড়ে লেগেছে। কিন্তু কিছু অসচেতন নাগরিক শহরকে নোংরা করেই চলছেন। সম্প্রতি শহরের ডিভাইডার সহ একধিক রাস্তায় নতুন রঙ করা হয়েছিল। কিন্তু গুটখার লাল থুথুতে কিছুদিনের মধ্যেই ভরে গিয়েছে ঘটে জায়গা। এইসব অসচেতন নাগরিকদের সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন শিলিগুড়ির বাসিন্দা উত্তম কুমার চ্যাটার্জী।
করোনার কারণে দুই বছর ধরে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে পরিচ্ছন্নতার উপরে। কিন্তু সাধারণ মানুষের তাতে কী যায় আসে! পান, গুটখার পিক ফেলতে তো আর বাধা নেই। তাই হামেশাই যে কোনও স্থানে গুটখার পিক ফেলেন আম জনতা। এমনিতেই যে কোনও জায়গায় থুতু ফেলা নিয়ে ভারতীয়রা হামেশাই বদনামের সম্মুখীন হয়। খোলা জায়গায় থুতু ফেলার জন্য কিছু কিছু জায়গায় জরিমানা করা হয়েছে। রাস্তা হোক, রেলের প্ল্যাটফর্ম হোক, ট্রেনের কোচ হোক, বিল্ডিং হোক, মানুষ পান বা গুটখা খেয়ে থুথু ফেলা থেকে বিরত থাকে না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাই সমাজের সেই সমস্ত অসচেতন মানুষদের আরও সচেতন করতেই কমলালেবু খাওয়ার অনুরোধ জানান উত্তমবাবু। তিনি বলেন, গুটখা খেয়ে যেখানে সেখানে থুথু ফেললে শহর নোংরা হবে। গুটখা কিনে পয়সা নষ্ট করে আখেরে কোনও লাভ নেই। তার চেয়ে বরং কমলালেবু খান, মরশুমি ফল খান আপনার শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। উত্তমবাবুর এমন প্রচেষ্টা আদৌ ফলপ্রসু হবে কিনা সেটাই দেখার অপেক্ষা।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2024 8:41 PM IST