TRENDING:

Poisonous Snake Panic: বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ! শহরের মধ্যে প্রবল আতঙ্ক

Last Updated:

Poisonous Snake Panic: বর্ষার সময় রাস্তাঘাট আগাছায় ঢেকে থাকে। নিচু জমিতে জল জমার ফলে উঁচু স্থানে আশ্রয় নেয় সাপ। ফলে বর্ষার দিনে বাড়ে আতঙ্ক। সন্ধের পর থেকে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে এলাকার মানুষ। আর তাই গত কয়েক বছরে সাপের আতঙ্ক দারুণভাবে গ্রাস করেছে এখানকার বাসিন্দাদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বিষধর সাপের আতঙ্কে ঘুম উড়েছে মানুষের। শহরের মধ্যে সাপের আতঙ্কে কাঁটা বাসিন্দারা। ঘটনাটি হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের। বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ। এই পরিস্থিতিতে পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে প্রবল চিন্তায় পড়ে গিয়েছে এখানকার মানুষজন।
advertisement

বর্ষার সময় রাস্তাঘাট আগাছায় ঢেকে থাকে। নিচু জমিতে জল জমার ফলে উঁচু স্থানে আশ্রয় নেয় সাপ। ফলে বর্ষার দিনে বাড়ে আতঙ্ক। সন্ধের পর থেকে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে এলাকার মানুষ। আর তাই গত কয়েক বছরে সাপের আতঙ্ক দারুণভাবে গ্রাস করেছে এখানকার বাসিন্দাদের। এবারও বর্ষার বহু আগে থেকেই সাপের উপদ্রব শুরু হয়েছে হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান এলাকায়।

advertisement

আর‌ও পড়ুন: বাড়িতে মানিব্যাগ তৈরি করে সংসারের হাল ফিরিয়েছে মিনাখাঁর যুবকরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমা জল সহ বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই এলাকায়। তবে গত কয়েক বছরে এখানকার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিষধর সাপের আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এলাকায় বাস করা একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। সাপে কামড়ে প্রাণহানির মত ঘটনাও ঘটছে।

advertisement

View More

হাওড়া পুরসভা বা বন দফতরকে জানিয়েও কোন‌ও লাভ হয়নি বলে অভিযোগ। এই প্রসঙ্গে হাওড়া পুরসভার প্রশাসনিক মণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী জানান, এর জন্য হাওড়া পুরসভায় এই সমস্যা সমাধানের নির্দিষ্ট কোনও দফতর বা বিভাগ নেই। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poisonous Snake Panic: বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ! শহরের মধ্যে প্রবল আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল