Wallet Making: বাড়িতে মানিব্যাগ তৈরি করে সংসারের হাল ফিরিয়েছে মিনাখাঁর যুবকরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Wallet Making: মিনাখাঁর ঘোষপুর, লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রামের যুবকরা মানিব্যাগ তৈরি করে ভালভাবে সংসার চালাচ্ছেন
উত্তর ২৪ পরগনা: মানিব্যাগ তৈরি করে কর্মসংস্থানের দিশা দেখছেন মিনাখাঁর যুবকরা। এক সময় এলাকায় কাজ না থাকায় যুবকদের জীবিকার সন্ধানে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হত। সেভাবেই কাজ করতে গিয়ে মানিব্যাগ তৈরি শিখে এসেছেন। এবার নিজের এলাকাতেই তা তৈরি করে স্বাবলম্বী হয়ে উঠছেন স্থানীয় যুবকরা।
মিনাখাঁর ঘোষপুর, লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রামের যুবকরা মানিব্যাগ তৈরি করে ভালভাবে সংসার চালাচ্ছেন। চামড়ার মানিব্যাগ তৈরি করে আয়ের পথ দেখছেন মিনাখাঁর ঘোষপুর, লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রাম মিলিয়ে ৬০০ থেকে ৮০০ বেকার যুবক। এঁদের অনেকেই আগে বেকার ছিলেন, কেউবা আবার কলকাতা বা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন।
advertisement
advertisement
উল্লেখ্য, মিনাখাঁর বাসন্তী হাইওয়ে লাগোয়া বানতলায় তৈরি হয়েছিল এশিয়ার অন্যতম বৃহৎ চর্মনগরী। এই মুহূর্তে এখানে ৬০০-র বেশি ছোট বড় চামড়ার কারখানা রয়েছে। আর সেখান থেকে চামড়ার সামগ্রী বরাত নিয়ে বাড়ি নিয়ে এসে বাড়িতেই অবস্থিত কারখানায় চামড়ার মানিব্যাগ তৈরির কাজ চলছে। এইভাবেই এলাকায় বেকারত্বের সমস্যা অনেকটাই কমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2024 8:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wallet Making: বাড়িতে মানিব্যাগ তৈরি করে সংসারের হাল ফিরিয়েছে মিনাখাঁর যুবকরা