TRENDING:

রাত নামলেই ছাদে আওয়াজ, কোন অজানা প্রাণী? বীরভূমে হাড়হিম করা ঘটনা

Last Updated:

Birbhum- তাদের মনে একটাই প্রশ্ন, অজানা প্রাণী, নাকি চোর, নাকি ডাকাত, তাদের পাড়ায় কী ঘটছে, কীসের শব্দ হচ্ছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: মূলত জানুয়ারির মাঝামাঝি সময়ে জাঁকিয়ে শীত পড়েছে বীরভূমে। দুপুর দিকে খুব একটা শীত অনুভব না হলেও সন্ধ্যার পর থেকে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ তেমন বাড়ির বাইরে বেরোচ্ছে না। লেপমুড়ি দিয়ে সময় কাটাচ্ছেন বাড়িতেই। আর ঠিক সেখানেই এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বীরভূমের সদর শহর সিউড়িতে।
advertisement

এই সিউড়ি শহরেই রয়েছে বিদেশি পাড়া। আর সেই বিদেশি পাড়াতেই যেন সন্ধ্যা ঘনিয়ে রাত যত বাড়ছে, ততই এক বিকট শব্দ অনুভব করছে পাড়ার বাসিন্দারা! ভাবছেন, কোনও ভৌতিক কাহিনীর গল্প? একদমই নয়।

আরও পড়ুন- দিঘা গেলেই দেখেন এই ‘রহস্যজনক’ জিনিস! এই ‘ঘর’ আসলে কী? সত্যিটা অবাক করে দেবে

advertisement

তাদের মনে একটাই প্রশ্ন, অজানা প্রাণী, নাকি চোর, নাকি ডাকাত, তাদের পাড়ায় কী ঘটছে, কীসের শব্দ হচ্ছে? প্রসঙ্গত, ১০ থেকে ১২ দিন ধরে রাত যত ঘন হচ্ছে, ততই যেন এই শব্দের উপদ্রব বাড়ছে বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা।

সেই দাবি নিয়েই সিউড়ি পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশের তরফ থেকে মাঝেমধ্যেই চলছে টহলদারি।তবে তাতেও কাউকে ধরতে পারছেন না পুলিশ প্রশাসন।

advertisement

পুলিশ প্রশাসনের তরফ থেকে রাতের বেলাতেও লাগাতার টহলদারি চালানো হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, চোর না ডাকাত নাকি অন্য কিছু কিছুই বুঝতে পারছেন না তাঁরা। রাতের অন্ধকারে ছাদের ওপর শব্দ শুনতে পাচ্ছে প্রত্যেকটা বাড়ির মানুষ। ছাদে উঠে দেখা যাচ্ছে কিছুই নেই। পাড়ার সমস্ত জায়গায় একসঙ্গেএই শব্দ শুনে আতঙ্কিত সবাই। যদিও পাড়াতে এখনও পর্যন্ত কোনও কিছু চুরি যায়নি। এলাকার বাসিন্দারা জানান বাড়ির বাইরে বের হতে পারছেন না কেও সন্ধ্যার পর থেকে।

advertisement

আরও পড়ুন- ভারত ‘ভেঙে’ হতে পারে দু’টুকরো! মাটির নিচে ‘ভয়ানক’ কাণ্ড, বিজ্ঞানীদের বড় দাবি

এবার এলাকার পাড়া-প্রতিবেশীরা মিলেই পাহারা দিচ্ছেন গোটা পাড়া। সন্ধ্যার পর থেকে এই এলাকার যুবকরা লাঠি হাতে পাড়ার বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দাবি পাড়া-প্রতিবেশীদের নিরাপত্তার জন্যই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। যতদিন পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন তারা এভাবেই রাত পাহারা দেবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাত নামলেই ছাদে আওয়াজ, কোন অজানা প্রাণী? বীরভূমে হাড়হিম করা ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল