দিঘা গেলেই দেখেন এই 'রহস্যজনক' জিনিস! এই 'ঘর' আসলে কী? সত্যিটা অবাক করে দেবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Old Digha- ওল্ড দিঘা সমুদ্র সৈকতের কাছেই প্রাচীন এই ভগ্নস্তুপ টি লক্ষ্য করা যায়। এই ভগ্নস্তুপটি আসলে আর কিছুই নয় একটি ওয়াচ টাওয়ার ছিল একটা সময়।
advertisement
advertisement
advertisement
advertisement
আসলে জিনিসটি আর কিছুই নয় একটি ভগ্নস্তুপ। যা সমুদ্রে জোয়ারের সময় জলের তলায় চলে যায় আবার ভাটার সময় ভেসে ওঠে। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনও সময় সেটি একটি ঘর ছিল। তবে এখনও ধ্বংসস্তূপ হিসেবে রয়েছে ওল্ড দিঘার সমুদ্র সৈকতে। ভাইসরয় ওয়ারেন হেস্টিংস এর লেখা একটি চিঠিতে এটিকে 'প্রাচ্যের ব্রাইটন' বলে উল্লিখিত দেখা যায়।১৯২৩ সালে জন ফ্রাঙ্ক স্মিথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দিঘায় বসবাস শুরু করেন। তাঁর লেখালেখির ফলে দিঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়।
advertisement