এ বিষয়ে বরাবাজার রাজা পাড়া এলাকার বাসিন্দা ময়না সিংহ দেব বলেন, খুবই সমস্যার মধ্যে রয়েছেন তিনি। ঝড় বৃষ্টির কারণে বাড়ি ভেঙে গিয়েছে তার । সরকারি ভাবে তিনি কোনও বাড়ি পাননি। স্বামী ও শ্বশুর মারা গিয়েছেন। এক সন্তান নিয়ে কোনওরকমে দিন কাটে তার। এই অবস্থায় মাথার ছাদ টুকু চলে যাওয়ায় খুবই কষ্টের মধ্যে পড়েছেন তিনি। সরকারের কাছে সহযোগিতার আশ্বাস চেয়েছেন তিনি।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এ বিষয়ে বরাবাজারের ডুমুরডি গ্রামের এক বাসিন্দা গৌতম পরামানিক বলেন , টানা বৃষ্টির কারণে তার দোকানে ও বাড়িতে জল ঢুকে গিয়েছে। বাধ্য হয়ে তারা পঞ্চায়েত ও থানার দারস্ত হন। বড় জেসিবি দিয়ে ঢালাই রাস্তা কেটে জল নিকাশের ব্যবস্থা করা হয়। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।
নিম্নচাপের প্রভাব পড়েছে দক্ষিণের সব জেলাতেই। পুরুলিয়া জেলাতে ক্রমাগত হয়ে চলেছে ঝড় বৃষ্টি। টানা বর্ষণের কারণে দুর্ভোগের মধ্যে পড়েছেন জেলাবাসীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি





