এই হোমের আনুষ্ঠানিক উদ্বোধনের পর কমিশনের চেয়ারম্যান তুলিকা দাস বলেন, এটা যথোপযুক্ত উদ্যোগ। পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগ চেষ্টাই করেচলেছে সব শিশুর শৈশব সুরক্ষিত রাখতে। তারা যাতে ঠিক মত বড় হতে পারে তার জন্য আমরা অঙ্গিকারবদ্ধ। কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ওই শিশুরা জীবনে কোন পথে এগিয়ে যাবেন তার দিশা এই সময় থেকেই দিতে হবে বলে তিনি জানান।
advertisement
আরও পড়ুন: ভোট মিটতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল শহর
হোমের কর্ণধার সৌমেন প্রামানিক বলেন, রাজ্যে প্রথম এই প্রচেষ্টা শুরু হল। যারা শিশু অবস্থায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তাদের মূল স্রোতে ফেরাতে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে গ্রামের মহিলারা এই কাজ করে সফল হয়েছেন। সেই সাফল্য দেখে জেলা শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে যাদের প্রয়োজন আছে তাদের পাঠাচ্ছে, আমরা সব রকম সাহায্য করছি। আাবসিকরা পরিবেশ সচেতনতায় নৃত্য নাট্য পরিবেশন করেন। অনুষ্ঠান শুরুর আগে বৃক্ষরোপন করা হয়।
রাহী হালদার