Naka Checking: ভোট মিটতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল শহর
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Naka Checking: মালদহ শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হল নাকা চেকিং পয়েন্ট। এমনকি পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে
মালদহ: আর দুষ্কৃতীদের দৌরাত্ম্য নয়। ভোট মিটতেই কঠোর করা হল শহরের নিরাপত্তা। কড়া পদক্ষেপ গ্রহণ জেলা পুলিশের। মূলত মালদহ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার থেকে শহরের প্রবেশ পথগুলিতে বসানো হচ্ছে নাকা পয়েন্ট। শহরের ঢোকা ও বেরনোর রাস্তায় তল্লাশি চালাতে এই পরিকল্পনা।
মালদহ শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হল নাকা চেকিং পয়েন্ট। এমনকি পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এসপি প্রদীপ কুমার যাদব বলেন, শহরের বিভিন্ন প্রবেশদ্বার ও বাহির পথগুলিতে নাকা পয়েন্ট তৈরি করা হচ্ছে। নিয়মিত পুলিশি নজরদারি চালানো হবে এই নাকা পয়েন্ট থেকে। বিভিন্ন সন্দেহজনক যানবাহন, এমনকি সন্দেহজনক ব্যক্তিদের এর ফলে তল্লাশি করতে সুবিধা হবে।
advertisement
advertisement
এই নাকা চেকিং পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসারের সঙ্গে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আমরা। নাকা পয়েন্ট তৈরির ফলে শহরে নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি পাবে। এরফলে সন্দেহজনক গতিবিধির ওপর সহজেই নজরদারি চালানো যাবে। পুলিশের এই পদক্ষেপে আশ্বস্ত জেলার সাধারণ মানুষ’ও।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2024 1:59 PM IST