গ্রামে পানীয় জলের জন্য যে কোনওরূপ ব্যবস্থা নেই সেরকমটা কিন্তু নয়, গ্রামে পানীয় জলের জন্য সাবমার্শিবল যুক্ত সোলার পাম্প থাকলেও তাতে মেলেনি কোনওরূপ জল। কারণ দীর্ঘ এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
গরম পড়তেই আগেভাগে গ্রামের বাসিন্দারা তাদের সমস্যার কথা লিখিতভাবে ঝাড়গ্রাম জেলা পরিষদে জানালেও এখনওপর্যন্ত কোনওরূপ সুরাহা হয়নি বলেই দাবি করছেন বাসিন্দারা। এই জামডহরী গ্রামে প্রায় ২২ টি পরিবারের মোট ১৩০ জন মানুষ বসবাস করেন। এখানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। দীর্ঘদিন ধরে ওই পাম্পটি খারাপ হয়ে যাওয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও কিন্তু একই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
২০২২-২৩ অর্থ বর্ষের ফিফটিন ফাইনান্সের তহবিল থেকে ঝাড়গ্রাম জেলা পরিষদের অধীনে ২০২৩ সালে জামডহরী গ্রামে সোলার সাবমার্শিবল যুক্ত পাম্পের জন্য একটি টেন্ডার দেওয়া হয়। সেই টেন্ডারের মূল্য ছিল ৯০৭২৪৩ টাকা। ২০২৪ সালে কাজ শেষ হয়ে যাবার কিছুদিন পরেই ওই পাম্পটি খারাপ হয়ে যায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘ এক বছর ধরে পাম্পটি খারাপ হয়ে যাওয়ার জন্য কুয়ো ই পানীয় জলের একমাত্র ভরসা।
আরও পড়ুন IPL: আইপিএল ওপেনিং সেরিমনিতে অনুষ্কার নাচ! নিজেকে ঠিক রাখতে পারেননি স্বামী বিরাট, যা করে বসেন মাঠে…
গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর দীর্ঘ কয়েক দিন ছুটি ছটা থাকার জন্য সে পাম্পটি মেরামত করা যায়নি। জেলা পরিষদের তরফ থেকে দাবি করার সঙ্গে সঙ্গেদ্রুত কয়েকদিনের মধ্যেই পাম্পটি মেরামত করে দেওয়া হবে বলে জানাচ্ছেন জেলা পরিষদ কর্তৃপক্ষ।
বুদ্ধদেব বেরা