বাতাসে ভর করে কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে পাখিদের মত বিমান উড়ে যায়। সে বিষয়ে ভীষণ কৌতুহল দেখা যায় শিশুদের মনে। এবার বিশাল আকৃতির সেই বিমান হাজির হয়েছে বাড়ির সামনে। আর এমন খবর ছড়িয়ে পড়তে রীতিমত বিমান চাক্ষুস করতে হিড়িক দেখা যায় এলাকায়।
আরও পড়ুন: পরিবেশকর্মীর অভিনব টেকনিক! মা ফিরে পেল বাসা হারানো ৩ লক্ষ্মী পেঁচার ছানা
advertisement
আসলে এ বিমান অচল হলেও চোখের সামনে আস্ত একখানা বিমান দেখে তাকে স্পর্শ করে শিশুদের মুখে চওড়া হাসি ধরা পড়ল। বিমানকে ছুঁয়ে দেখার পাশাপাশি বহু মানুষকে ছবি তুলতে দেখা গেল। অনেকেই আবার ট্রাকের উপর উঠে বিমানে চড়ে বসল। এদিন ১৬ নম্বর জাতীয় সড়কের ট্রাকে বিমান যাওয়ার ঘটনায় রীতিমত জেলা জুড়ে সারা পড়ে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিমানটিকে কলকাতার দিক থেকে নাগপুর যাওয়ার পথে অঙ্কুরহাটি চেকপোস্টে কাছে কিছুক্ষণের বিরতি। সেই মুহূর্তে পথ চলতি এবং স্থানীয় মানুষের উৎসাহ। স্থানীয় ছেলে বুড়ো বিমানটিকে দেখতে ভিড় জমায়। একইসঙ্গে চলতি পথে থমকে দাঁড়িয়ে বহু মানুষকে শিল্পী এবং ছবি তুলতে দেখা যায়।
রাকেশ মাইতি