TRENDING:

Viral Aeroplane: আকাশের বিমান ছুটল রাস্তায়! হলটা কি! দেখতে ভিড় ছেলে থেকে বুড়োর

Last Updated:

এয়ারপোর্ট ছেড়ে জাতীয় সড়কে এরোপ্লেন, অবাক করা ঘটনা হাওড়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: শিশুদের কাছে এ যেন চাঁদ ছুঁয়ে দেখার আনন্দ! এক মুঠো স্বপ্ন এসে ধরা দিল ওদের কাছে। আকাশ পথে নয়, জাতীয় সড়কে এরোপ্লেন। মাথার উপরে দূর আকাশে শো শো করে উড়ে যায় উড়োজাহাজ। সেই উড়োজাহাজ বা বিমান ছুঁয়ে দেখার সুযোগ। আনন্দে আত্মহারা মানুষ। শিশুদের পাশাপাশি বড়রাও বেশ আগ্রহ দেখাল বিমান দেখতে। হাওড়ার অঙ্কুরহাটিতে এমনই বিস্ময়কর ঘটনা। জাতীয় সড়কে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি পাখনা বিহীন বিমান। জাতীয় সড়কের ট্রাকে চড়ে বিমান যাচ্ছে সেই দৃশ্য দারুণভাবে উপভোগ করছেন মানুষ। এরই মধ্যে অঙ্কুরহাটিতে বিমানবাহী সেই ট্রাকের চাকা থমকে পড়তে স্থানীয় মানুষ বিমানবাহী সেই ট্রাককে ঘিরে দাঁড়ায়।
advertisement

বাতাসে ভর করে কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে পাখিদের মত বিমান উড়ে যায়। সে বিষয়ে ভীষণ কৌতুহল দেখা যায় শিশুদের মনে। এবার বিশাল আকৃতির সেই বিমান হাজির হয়েছে বাড়ির সামনে। আর এমন খবর ছড়িয়ে পড়তে রীতিমত বিমান চাক্ষুস করতে হিড়িক দেখা যায় এলাকায়।

আরও পড়ুন: পরিবেশকর্মীর অভিনব টেকনিক! মা ফিরে পেল বাসা হারানো ৩ লক্ষ্মী পেঁচার ছানা

advertisement

আসলে এ বিমান অচল হলেও চোখের সামনে আস্ত একখানা বিমান দেখে তাকে স্পর্শ করে শিশুদের মুখে চওড়া হাসি ধরা পড়ল। বিমানকে ছুঁয়ে দেখার পাশাপাশি বহু মানুষকে ছবি তুলতে দেখা গেল। অনেকেই আবার ট্রাকের উপর উঠে বিমানে চড়ে বসল। এদিন ১৬ নম্বর জাতীয় সড়কের ট্রাকে বিমান যাওয়ার ঘটনায় রীতিমত জেলা জুড়ে সারা পড়ে যায়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিমানটিকে কলকাতার দিক থেকে নাগপুর যাওয়ার পথে অঙ্কুরহাটি চেকপোস্টে কাছে কিছুক্ষণের বিরতি। সেই মুহূর্তে পথ চলতি এবং স্থানীয় মানুষের উৎসাহ। স্থানীয় ছেলে বুড়ো বিমানটিকে দেখতে ভিড় জমায়। একইসঙ্গে চলতি পথে থমকে দাঁড়িয়ে বহু মানুষকে শিল্পী এবং ছবি তুলতে দেখা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Aeroplane: আকাশের বিমান ছুটল রাস্তায়! হলটা কি! দেখতে ভিড় ছেলে থেকে বুড়োর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল