এই ছবি হাওড়া মহিয়াড়ি কুন্ডু চৌধুরী বাড়ির রথের মেলায়। পুরনো রীতি অনুযায়ী এই রথ মেলায় সারি সারি রঙিন মাছের পসরা। প্রায় ২০-২৫ জন বিক্রেতা বসেন। প্রত্যেক বিক্রেতার কাছে ৫ থেকে ৩০ রকম মাছ থাকে। খুব অল্প টাকা খরচ করলেই রঙিন মাছ হাতে পাচ্ছেন ক্রেতা। তাতে ভীষণ আগ্রহ ছোট বড় সকলের।
advertisement
আরও পড়ুন: জলে ভাসছে এসব কী! কাছে যেতেই ভয়ঙ্কর দৃশ্য! রূপনারায়ণ নদীতে কীভাবে ঘটল এত বড় ঘটনা! কারণ নিয়ে ধোঁয়াশা
মেলার কয়েকদিন সকাল থেকে বসে রঙিন মাছের পসরা, চলে রাত পর্যন্ত। রথের দুইদিন জাঁকিয়ে বাজার হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা এসে মাছ কেনেন। প্রায় প্রত্যেক বিক্রেতা চাহিদার মত ক্রেতা পান এই মেলায়। প্রতি বছরই পসরা বাড়ছে রঙিন মাছের চাহিদা। জানা যায়, এখানে মাছের দাম ২ টাকা থেকে প্রায় ১৫০ টাকা পর্যন্ত দামের মাছ বেশি বিক্রি হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক একটি দোকানে এক, দুই জন বা তারও বেশি মানুষ রয়েছে রঙিন মাছ বিক্রি করতে। অ্যাকরিয়াম, বড় বড় পাত্র এবং স্বচ্ছ প্লাস্টিক বন্দি আকর্ষণীয় রঙিন মাছ। রাস্তার পার্শ্ববর্তীতে স্বচ্ছ প্লাস্টিক বা অ্যাকোয়ারিয়াম বা পাত্রে রঙ-বেরঙের রঙিন মাছ। দেখেই পথ যদি মানুষ থমকে পড়ছে। এমন আকর্ষণীয় যে নজর পড়লে চোখ ফেরান দায়।
রাকেশ মাইতি