যার আসল উচ্চতা ২৪ ফুট কিন্তু বাঁকুড়ার কিছু কিছু রাস্তায় ১২ ফুটের বেশি উচ্চতা হলে রথ যাতায়াতের অসুবিধা হবে এবং সেই কারণেই এই রথকে সঙ্গে সঙ্গে করে নেওয়া যাবে ছোট বড়। সদ্য দুই বছর আগে তৈরি করা হয়েছে এই নতুন রথ। ইসকন ভুবনেশ্বর এবং ইসকন পুরি থেকে আগত অভিজ্ঞ শিল্পীরা তৈরি করেছেন বাঁকুড়ার এই বিশেষ রথটি।
advertisement
আরও পড়ুন: ২ ঘণ্টা কম সময়েই হাওড়া! বাঁকুড়ার কপালে নতুন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন! দেখে নিন টাইমটেবিল
রথযাত্রার আগে থেকেই থেকে শুরু হয়েছিল ফোল্ডিং রথের রিপেয়ারিং। এবার রথের কাঠামো নিয়ে যাওয়া হয় লালবাজার দুর্গা মন্দির প্রাঙ্গণে, ট্রাক্টরে করে লাগিয়ে টেনে নিয়ে যাওয়া হয় ফোল্ডিং রথটি। লালবাজারে কাঠের কাঠামো লাগান হয় এবং সুসজ্জিত করা হয় রথটি। এরপর শুক্রবার, বাঁকুড়ার ইসকনের রথযাত্রায় শোভা পায় এই দুর্দান্ত রথ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিল্পীর হাতের ছোঁয়া থেকে শুরু করে, প্রস্তুত হচ্ছে বাঁকুড়ার ঐতিহাসিক রথ এবং আধুনিক রথগুলি। বাঁকুড়া ইসকন দ্বারা পরিচালিত এই রথটি আধুনিক একটি রথ। রয়েছে স্টিয়ারিং, রয়েছে ব্রেক। তার সঙ্গে লাগান রয়েছে হাইড্রোলিক্স, যার ব্যবহার করে ১২ ফুটের রথ এক নিমেষে হয়ে যায় ২৪ ফুট! আবার চাইলেই সেই রথকে প্রয়োজন মত খাটো করে নিতে পারেন রথ চালকেরা।
নীলাঞ্জন ব্যানার্জী