মুর্শিদাবাদের নশিপুর আখড়ার মোট পাঁচটি রথ পরিক্রমা করে। দুটো কাঠের, দুটো পিতলের ও একটি রুপোর রথ পরিক্রমা করে। ২৫৫ বছরের প্রাচীন নবাবের জেলা মুর্শিদাবাদের লালবাগের নশিপুর আখড়ার রথ। তবে এবার পর্যটকদের কথা মাথায় রেখেই একটি রৌপো, একটি পিতলের রথ পরিক্রমা করবে। পর্যটকদের কাছে এই রথযাত্রার মূল আকর্ষণ রুপোর রথ। নবাবি আমলে হাতির পিঠে রুপোর রথে করে জগন্নাথদেব যেতেন মাসির বাড়ি অর্থাৎ জগৎ শেঠের বাড়ি। সে সবই আজ ইতিহাস। ১১৬৮ বঙ্গাব্দে স্বামী রামানুজের শিষ্য লছমন দাস ও মনসরাম দাস ধর্ম প্রচারের জন্য মুর্শিদাবাদে এসে নশিপুরে এক আখড়া স্থাপন করেন এবং পরবর্তীতে রথযাত্রার সূচনা করে। সেই প্রথা মেনে আজও আয়োজিত হচ্ছে প্রায় ২৫৫ বছরের প্রাচীন নশিপুর আখড়ার রথযাত্রা।
advertisement
আরও পড়ুন: বিরল প্রজাতির ৪টি সোনালি লেঙ্গুর উদ্ধার, পাচারের অভিযোগে গ্রেফতার ৬
নশিপুর আখড়ার রুপোর রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখতে জেলা এবং জেলার বাইরে থেকেও প্রচুর মানুষ ভিড় জমান নশিপুরে। রথের দিন বিকেলে সোনার জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রুপোর রথে চেপে পথে নামেন। পথে কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার আগেই আখড়ায় ফিরে আসেন। রথযাত্রা ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। যদিও এবছর মুর্শিদাবাদ পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে শহর জুড়ে সকাল ১০টা নাগাদ দুটি রথ বের হবে। সারাদিন ঘুরে বিকালে গিয়ে আখড়ার সামনে পৌঁছাবে। তারপর হবে মূল অনুষ্ঠান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কথিত আছে, জাফরাগঞ্জ আখড়ার রথযাত্রা উৎসবে রুপোর রথ দেখতে তৎকালীন সময়ে নবাব ও স্থানীয় জমিদারদের আত্মীয় ও অতিথিরা আসতেন বলে শোনা যায়। আখড়ার রথযাত্রা উৎসব ঘিরে সাতদিন ধরে নশিপুরে গ্রামীণ মেলা বসত। পরবর্তী সময়ে গঙ্গা ভাঙ্গনে নদী গর্ভে জগৎ শেঠের পুরনো বাড়িটি চলে গেলেও প্রাচীন প্রথা মেনে আজও প্রতিবছর রথ ও উল্টোরথের দু’দিন রুপোর রথ সহ জাফরাগঞ্জ আখড়ার পাঁচটি রথ জগৎ শেঠের পুরনো বাড়ির সামনে একটি মাঠে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় এবং সন্ধ্যার আগেই আখড়ায় ফিরে আসে। এখন রথযাত্রা উপলক্ষে সাতদিন ধরে গ্রামীণ মেলা না বসলেও রথ ও উল্টোরথের দু’দিন মেলা বসে।
কৌশিক অধিকারী