Murshidabad News: বিরল প্রজাতির ৪টি সোনালি লেঙ্গুর উদ্ধার, পাচারের অভিযোগে গ্রেফতার ৬

Last Updated:

Murshidabad News: বেলডাঙ্গায় বিরল প্রজাতির সোনালি ল্যাংগুর পাচার রুখল পুলিশ, গ্রেফতার করা হল ছয় জনকে।

উদ্ধার হওয়া বানর 
উদ্ধার হওয়া বানর 
মুর্শিদাবাদ: বেলডাঙ্গায় বিরল প্রজাতির সোনালি লেঙ্গুর পাচার রুখল পুলিশ, গ্রেফতার করা হল ছয় জনকে। এছাড়াও দুটি গাড়ি ও চারটি লেঙ্গুর সোনালি বানর উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিরল প্রজাতির সোনালি লেঙ্গুর পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সফলতা পেল বেলডাঙা থানার পুলিশ।
শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবদা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেলডাঙা থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় শিলিগুড়ির দিক থেকে দুটি গাড়ি যাওয়ার সময় ওই গাড়ি দুটিকে সন্দেহ হলে তাদের গাড়ি থামিয়ে তল্লাশি চালালে ওই গাড়ি থেকে উদ্ধার হয় চারটি মাঝারি আকারের সোনালি লেঙ্গুর বানর। বাজেয়াপ্ত করা হয় গাড়ি দুটি, ওই গাড়িতে থাকা ছয় পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিঠু দাস (৩৩), টিটু দাস (২৯), সামিল হোসেন বিশ্বাস (৩৯), রফিকুল মন্ডল (২৯), হাসিবুল মন্ডল (২৫) এবং বিশ্বজিৎ বাগ (২৩)। সবাই নদিয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিরল প্রজাতির লেঙ্গুরগুলো চুরি করে পাচার করার পরিকল্পনা ছিল ধৃতদের। তাদের বিরুদ্ধে বন আইন ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধৃতদের শনিবার বিচারকের কাছে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বিরল প্রজাতির ৪টি সোনালি লেঙ্গুর উদ্ধার, পাচারের অভিযোগে গ্রেফতার ৬
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement