TRENDING:

Ratanti Kalipuja : ৬৫০ বছরের রটন্তী কালীপুজোয় পালো পিঠে ও খেড়োর তরকারি দিয়ে ভোগ নিবেদন, পরের সকালেই প্রতিমা নিরঞ্জন

Last Updated:

Ratanti Kalipuja : ধারাবাহিকতা বজায় রেখে আজও কান্দির সিদ্ধান্ত পরিবারের এই রটন্তীকালী পুজো হয়ে আসছে মহা সাড়ম্বরে। মাঘমাসের কৃষ্ণা চতুর্দশীতে রাতভর ধরে চলে এই কালীপুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কান্দির ছাতিনাকান্দির প্রাচীন সিদ্ধান্ত পরিবারের রটন্তী কালীপুজো প্রায় ৬৫০ বছরের প্রাচীন। বৃহস্পতিবার রাতভর চলল বিশেষ পুজো হোম যজ্ঞ। কথিত, প্রায় ৬৫০ বছর আগে সদাশিব ঘোষাল নামের এক পরিব্রাজক সন্ন্যাসী মেদিনীপুর থেকে মুর্শিদাবাদের কান্দিতে আসেন। তৎকালীন সময়ে ঘন অরণ্যে ঘেরা কান্দির ছাতনাকান্দি এলাকায় মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালীপুজোর প্রচলন করেছিলেন তিনি।
advertisement

সেই সময় এলাকা ঘন অরণ্যে ঘেরা থাকলেও, কালের নিয়মে আজ এই এলাকা ঘনবসতিতে রূপান্তর হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও কান্দির সিদ্ধান্ত পরিবারের এই রটন্তীকালী পুজো হয়ে আসছে মহা সাড়ম্বরে। মাঘমাসের কৃষ্ণা চতুর্দশীতে রাতভর ধরে চলে এই কালীপুজো। এই পুজায় বিশেষত্ব হচ্ছে, দেবী মুণ্ডমালিনীকে এখানে পালো পিঠে এবং খেড়োর তরকারি দিয়ে ভোগ নিবেদন করা হয়। বেশ কিছু অসময়ের সবজি দিয়েও ভোগ দেওয়া হয়ে থাকে।

advertisement

আরও পড়ুন : গাছ গজিয়ে গেলে পেঁয়াজ কি বিষাক্ত হয়ে যায়? রান্নায় দেওয়া কতটা ক্ষতিকর? জানুন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কাউকে খালি হাতে ফেরান না মা! গ্রাম্য দেবী কীভাবে ডাকাত কালী হয়ে উঠলেন?
আরও দেখুন

এই সাবেক পরিবারে দেবীকে তন্ত্রমতে পুজো করা হয়। একরাত্রিব্যাপী পুজোর পর পরদিন সকালে স্থানীয় এক পুকুরে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে আবারও এক বছরের অপেক্ষায় থাকেন সিদ্ধান্ত পরিবারের সদস্যরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ratanti Kalipuja : ৬৫০ বছরের রটন্তী কালীপুজোয় পালো পিঠে ও খেড়োর তরকারি দিয়ে ভোগ নিবেদন, পরের সকালেই প্রতিমা নিরঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল