TRENDING:

Nadia News: সুলভ শৌচালয়ের ভিতরেই চলত পড়াশোনা, খবর ভাইরাল হতেই অবাক করা কাণ্ড নদীয়ায়

Last Updated:

Nadia News: মনে আছে আদালত চত্বরের শৌচালয়ে পড়াশুনা করা সেই মা এবং মেয়েকে? খবর ভাইরাল হতেই এবার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল সামাজিক সংগঠন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: মনে আছে আদালত চত্বরের শৌচালয়ে পড়াশুনা করা সেই মা এবং মেয়েকে? খবর ভাইরাল হতেই এবার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল সামাজিক সংগঠন।নদিয়ার রানাঘাট আদালত চত্বরে রয়েছে পুরসভার শৌচালয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঝেমধ্যেই সেখানে যাচ্ছেন বিভিন্ন আইনজীবী, মক্কেল কিংবা প্রশাসনিক কাজে মহকুমা শাসকের দফতরে আসা মানুষজন। শৌচালয়ের ভেতরেই রয়েছে ছোট্ট একটা ঘর। ভ্যাপসা গরমে শান্তি বলতে একটাই সিলিং ফ্যান। মেয়েকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে মা পড়াচ্ছেন। শৌচালয়ের ওই ঘর যেন এখন হয়ে উঠেছে বছর দশের সুহানির সাউয়ের ‘ নিজের পাঠশালা’।
advertisement

গরমের ছুটিতে রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এই ছাত্রীর অধিকাংশ দিন কাটে রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে। নিজের মায়ের সঙ্গে।সেই ঘরে বসেই আনমনে সাদা কাগজে এঁকেছে ছবি। মেয়ের শখের আঁকা ছবি শৌচালয়ের ওই ঘরের দেওয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মা কল্পনা দেবী ।এবার সেই ছোট মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল রানাঘাট সিটিজেন ফোরাম। এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট্ট সোহানি সারা জীবনের পড়াশোনার দায়িত্ব নিল রানাঘাট সিটিজেন ফোরাম। সোহানির পড়াশোনার জন্য তার হাতে তুলে দেওয়া হল শিক্ষার সামগ্রী।

advertisement

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

এ বিষয়ে সিটিজেন ফোরামের সম্পাদক পরেশনাথ কর্মকার জানান, রানাঘাট সিটিজেন ফোরাম সবসময় মানুষের পাশে থেকে কাজ করে এবং ন্যায় অধিকারের জন্য লড়াই করে তাই এই ছোট্ট শিশু সুহানি যে পড়াশোনা করতে আগ্রহী এবং আঁকতেও খুব ভালোবাসে। তাই তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে তার পড়াশোনার দায়িত্ব সারা জীবনের জন্য সিটিজেন ফোরাম তাদের কাছে তুলে নিল এবং তাকে রানাঘাটের একটি উচ্চ মাধ্যমিক স্কুল দেবনাথ ইনস্টিটিউশনে তাকে ভর্তি করিয়ে তার উচ্চশিক্ষার সমস্ত দায়িত্ব নিল সিটিজেন ফোরাম এবং পরবর্তীতে সুহানের পাশে থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের পথে সবসময় সাহায্য করবে তারা এমনই অঙ্গীকারবদ্ধ হয়ে তার হাতে কিছু শিক্ষা সামগ্রী তুলে দেন।

advertisement

View More

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

যদিও সংবর্ধনা পেয়ে যথেষ্টই খুশি ছোট্ট সুহানি এবং তার মা জানান তিনি মনে হচ্ছে স্বপ্ন দেখছেন কারণ এই অভাবের দিনে এইভাবে রানাঘাট সিটিজেন ফোরাম তাদের পাশে দাঁড়াবে সেটা কখনও ভেবে উঠতে পারেননি। তিনি দেবাদিদেব মহাদেবের পূজার্চনা করেন তার মতে স্বয়ং মহাদেবী মানুষ বেঁচে ছোট্ট সুহানের পাশে দাঁড়িয়েছে রানাঘাট সিটিজেন ফোরাম হিসেবে উজ্জ্বল ভবিষ্যতের পথ আরও মসৃণ করেছে রানাঘাট সিটিজেন ফোরাম তাই তাদের কাছে তিনি চিরঋণী হয়ে থাকবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সুলভ শৌচালয়ের ভিতরেই চলত পড়াশোনা, খবর ভাইরাল হতেই অবাক করা কাণ্ড নদীয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল