স্থানীয়দের অভিযোগ, বারবার পঞ্চায়েতে লিখিত আকারে সমস্যার কথা জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, সকলে চরম দুর্ভোগের শিকার। বৃষ্টির জল নামতে না পারায় কাদা ও পচা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে, হচ্ছে মশার উপদ্রব। এতে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুনঃ হাড়ভাঙা খাটুনিতে তৈরি হয় হাজার শালপাতা! অথচ মহাজন যা দাম দেন, শুনলে অবাক লাগবে
advertisement
এলাকাবাসীদের ক্ষোভ, ভোটের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটে গেলে আর তাঁদের দেখা মেলে না। গ্রামবাসীদের কথায়, “চার মাস ধরে ঘরে জল, রাস্তায় জল, অথচ কোনও সমাধান নেই। প্রশাসন শুধু আশ্বাস দিচ্ছে, কাজ হচ্ছে না।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে দ্রুত নিকাশি ব্যবস্থা তৈরি করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।