আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, অভিযুক্তকে জামিন দিল POCSO আদালত, ভবিষ্যতের কথা ভেবেই রায় আদালতের
গতকাল রাতে খুন হন রামপুরহাটের উপপ্রধান। বীরভূমের রামপুরহাটে (Rampurhat) তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অগ্নিদগ্ধ বাড়িগুলি থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করেছে দমকল। হেলিকপ্টারে রামপুরহাট যাচ্ছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। ট্য়ুইটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মধ্য়যুগীয় বর্বরতা- মন্তব্য় বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের।
advertisement
আরও পড়ুন: মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ! মেয়ের হত্যাকারী মা?
সোমবার রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। অভিযোগ চা খাওয়া অবস্থায় তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল দুষ্কৃতী। ঘটনার পর স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ভাদুকে মৃত বলে ঘোষণা করেন। তার পর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই গ্রাম। পর পর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে।
পুলিশ সুপার ইতিমধ্য়েই ঘটনাস্থলে রয়েছেন। কলকাতা থেকে সিআইডি টিম যাচ্ছে। বিধানসভায় ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়কেরা। আলোচনা চাইছে বিজেপি।