সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস কর্তৃক আয়োজিত ৬৯’তম রাজ্য স্কুল গেমস অনুষ্ঠিত হয় হাওড়ার সাঁতরাগাছিতে। এই প্রতিযোগিতায় অংশ নেয় পূর্ব মেদিনীপুর জেলার মোট ১৭ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে বেশিরভাগই রামনগরের। প্রতিযোগিতায় জেলার ১৩ জন ছাত্রছাত্রী অসাধারণ সাফল্য অর্জন করেছে। যা জেলার গর্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
advertisement
জেলার মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম রামনগরের অভিরূপ আচার্য। সে রাজ্য স্কুল গেমসের জুডো বিভাগে অনূর্ধ্ব-১৭ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক জয় করে নিয়েছে। তার এই জয়ে গর্বিত রামনগর-সহ জেলাবাসী। অভিরূপের এই সাফল্য রামনগরের শিক্ষাঙ্গনে যেমন গর্বের ছাপ ফেলেছে, তেমনই প্রমাণ করেছে যে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরাও যথাযথ সুযোগ পেলে নিজেদের সুপ্ত প্রতিভার প্রমাণ দিতে পারবে।
আরও পড়ুনঃ হস্টেল থেকে বাড়ি ফিরেই কান্নাকাটি ছাত্রীদের! তাদের সঙ্গে গোপনে কী করতেন প্রধান শিক্ষক?
অন্যদিকে, অনূর্ধ্ব-১৪ বিভাগের জুডো প্রতিযোগিতায় তৃপ্তি রায় তৃতীয় স্থান অধিকার করেছে। এই কৃতিত্ব রামনগরবাসীর কাছে গর্বের পাশাপাশি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তৃপ্তির পরিবারের সদস্যদের কথায়, সে নিয়মিত কঠোর অনুশীলন করে এবং ভবিষ্যতে জাতীয় স্তরে পদক জেতাই তার লক্ষ্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের ধারায় এই ছাত্রছাত্রীদের স্বীকৃতি নতুন মাত্রা যোগ করেছে। জেলা ক্রীড়া দফতর থেকে শুরু করে স্থানীয় স্কুল কর্তৃপক্ষ পর্যন্ত সবাই তাদের উৎসাহ ও অভিনন্দন জানিয়েছেন। শিক্ষক-অভিভাবকদের মতে, গ্রামের ছেলেমেয়েরা যদি সঠিক প্রশিক্ষণ ও পরিকাঠামো পায়, তবে ভবিষ্যতে আরও অনেক বড় সাফল্য নিয়ে ফিরবে। রামনগরের এই সাফল্যে এখন উপকূলীয় এলাকায় খুশির হাওয়া।
সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অঞ্চল ফের প্রমাণ করল – প্রচেষ্টা ও অধ্যবসায় থাকলে সাফল্য দূরে নয়। অভিরূপ ও তৃপ্তির মতো তরুণ প্রতিভারাই আগামী দিনের ক্রীড়াজগতের মুখ হয়ে উঠবে, এমনটাই আশা এখন গোটা জেলার।