আগামী ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে রামনবমীর উৎসব, চলবে ১৯ তারিখ পর্যন্ত। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসব পালন করার রেওয়াজ দেখা যায় শান্তিপুরে। যদিও এই উৎসবকে কেন্দ্র করে অন্যান্য বছর সরকারি ছুটি থাকে না, কিন্তু এই বছর রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে।
আরও পড়ুন: শহর বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে ওরা
advertisement
এদিকে রামনবমীর উৎসব উপলক্ষে গত কয়েক বছর দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় ব্যাপক অশান্তি হয়েছে। তাই এবার যে কোনও অপ্রীতকর ঘটনা এড়াতে আগেভাগেই তৎপর পুলিশ প্রশাসন। এদিন প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার, ছিলেন এসডিপিও শৈলজা দাস, দমকল দফতরের আধিকারিকরা। শান্তিপুর থানার সার্কেল ইন্সপেক্টর গোবিন্দ বিশ্বাস, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও ছিলেন।
এই প্রশাসনিক বৈঠকে প্রত্যেক পুজো কমিটিকে বেশ কিছু নিয়ম বেঁধে দেন অতিরিক্ত পুলিশ সুপার। শোভাযাত্রা আইন মেনে পালন করতে হবে, নির্ধারিত মাত্রার থেকে বেশি শব্দ যন্ত্র ব্যবহার করা যাবে না, সময়মতো শোভাযাত্রা শেষ করতে হবে। যদি কোথাও কোনও পুজো উদ্যোক্তা মণ্ডপসজ্জা করেন তার জন্য অগ্নি নির্বাপন দফতরে লিখিত জানাতে হবে। এদিকে পুলিশের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনও দুর্ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত থানার সঙ্গে যোগাযোগ করতে হবে।
মৈনাক দেবনাথ