রামনবমীর আগেই ২৬৪০ বর্গফুটের রামের ছবি এঁকে তাক লাগালেন সিউড়ির এইশিল্পীরা। আগামী দিনে এই ছবি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতির জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন শিল্পীরা। ভগবান রামের এই বিশাল ছবিটি আঁকতে সময় লেগেছে তিন দিন। ছোট ছোট আর্টপেপারে ধাপে ধাপে বাড়ি রং করার কাজের জন্য ব্যবহৃত প্রাইম রং দিয়ে আঁকা হয়েছে পুরো ছবিটি। তারপরে সেই আর্ট পেপারগুলিকে পিভিসি টেপ দিয়ে জোড়া লাগানো হয়। সমস্ত আর্ট পেপার জোড়ার পড়ে তার দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৮০ ফুট এবং প্রস্থ ৩৩ ফুট।
advertisement
আরও পড়ুন: থেকে যাবে স্মৃতি, নতুন ভোটারা গাছ লাগাল ভোটগ্রহণ কেন্দ্রে
মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে ছুটি থাকে সেটিকে কাজে লাগিয়েই এই ক্ষুদে শিল্পীরা এমন তাক লাগানো কাজ করেছেন। ২৬৪০ বর্গফুটের এই রামের ছবি দেখতে এখন সিউড়ির বেনীমাধব স্কুলের মাঠে ভিড় জমাচ্ছেন শহরবাসীরা।
সৌভিক রায়