Lok Sabha Election 2024: থেকে যাবে স্মৃতি, নতুন ভোটারা গাছ লাগাল ভোটগ্রহণ কেন্দ্রে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Lok Sabha Election 2024: নির্বাচনকে উপলক্ষ করে বৃক্ষরোপণের নিদর্শনের প্রথম দেখা মিলল নদিয়ার রানাঘাট সাব ডিভিশনে। শুধু তাই নয়, নতুন ভোটারদের ভোট বিষয়ে সচেতন করতে ও একাধারে পরিবেশ রক্ষর লক্ষ্যে তাদের হাত দিয়েই বৃক্ষরোপণের অভিনব এই পদক্ষেপ
নদিয়া: প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে লাগানো হচ্ছে চারা গাছ। রানাঘাট মহকুমায় অভূতপূর্ব উদ্যোগ। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে চলছে প্রচার। নাওয়া-খাওয়ার সময় নেই প্রার্থীদের। অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তারাও বসে নেই। তবে চৈত্রের অন্তিমে তীব্র দাবদাহকে উপেক্ষা করেই সাজো সাজো রব নির্বাচন উপলক্ষে। তবে হাঁসফাঁস করা তীব্র এই গরম থেকে কিছুটা রক্ষা পেতে একটাই ভরসা উপযুক্ত পরিমাণে গাছ লাগানো।
ঠিক এমন অবস্থায় নির্বাচনকে উপলক্ষ করে বৃক্ষরোপণের নিদর্শনের প্রথম দেখা মিলল নদিয়ার রানাঘাট সাব ডিভিশনে। শুধু তাই নয়, নতুন ভোটারদের ভোট বিষয়ে সচেতন করতে ও একাধারে পরিবেশ রক্ষর লক্ষ্যে তাদের হাত দিয়েই বৃক্ষরোপণের অভিনব এই পদক্ষেপ নিল রানাঘাট মহকুমা প্রশাসন। তারই অঙ্গ হিসেবে রানাঘাট মহকুমার শান্তিপুর ব্লকের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে নতুন ভোটারদের সঙ্গে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করল রানাঘাট মহকুমা প্রশাসন।
advertisement
আরও পড়ুন: ২০০ জনের বেশি নয় রামনবমীর মিছিলে
advertisement
ফুলিয়া শিক্ষা নিকেতন স্কুলে নতুন ভোটারদের হাত দিয়ে বৃক্ষ রোপন করা হয়। মূলত প্রত্যেক বছরই প্রশাসনের তরফে নতুন ভোটারদের সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়। এবার সেই উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি যোগ হওয়ায় গোটা বিষয়টি একটি অন্য মাত্রা পেল বলে মনে করছেন সাধারণ মানুষ। নতুন ভোটারাও খুশি। কারণ তাঁদের প্রথম ভোটদানকে স্মরণীয় করে রাখবে এই গাছ। এই প্রসঙ্গে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, রানাঘাট সাব ডিভিশনের মোট ৭৫৩ টি বুথ। তবে শান্তিপুর ব্লক অফিসের অন্তর্গত ১৭২ টি পোলিং স্টেশন অর্থাৎ ৩৪০ টি বুথ এর আওতায় এসেছে। তবে এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বিদ্যালয়। তাই আগামীতে চারা গাছের বেড়ে ওঠা এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়-দায়িত্ব তাদের উপর অর্পণ করার কথা বলা হয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 8:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: থেকে যাবে স্মৃতি, নতুন ভোটারা গাছ লাগাল ভোটগ্রহণ কেন্দ্রে
