একেবারে অযোধ্যার রামলালার মূর্তির আদলে এই রাম লালার মূর্তি তৈরি করা হয়। বাঁকুড়ার হস্তশিল্পীদের হাতে তৈরি হয় এই মূর্তি। যার যথেষ্টই মিল রয়েছে রাম জন্মভূমি অযোধ্যার রাম লালার মূর্তির সঙ্গে। আর সুদূর রাম জন্মভূমি অযোধ্যায় গিয়ে নয় এবার রামলালার পুজো করা সম্ভব হবে পুরুলিয়ার অযোধ্যাতেও। তাই এই খুশির আনন্দে মেতে উঠেছে আট থেকে আশি সকল বয়সী মানুষজন। শুধু পুরুলিয়াবাসী নয় পর্যটকদের কাছে ও বিরাট বড় পাওনা এটি। সিরকাবাদ ষোল আনা কমিটির তত্ত্বাবধানে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এ বিষয়ে মন্দিরে আসা ভক্তরা বলেন , তারা খুবই খুশি এই মন্দিরে রামলালার মূর্তি স্থাপন হওয়ায়। অনেকের পক্ষেই সুদূর রাম জন্মভূমি অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করা সম্ভব নয় তাই তারা ঘরের কাছেই এবার রামলালার দর্শন পাবেন। এ বিষয়ে কমিটির এক সদস্য বলেন , পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের রাম মন্দির থাকলেও রামলালার মূর্তি অযোধ্যা পাহাড় বা পাহাড়তলী সংলগ্ন এলাকায় নেই। বর্তমানে এই মূর্তি মহাবীর মন্দিরে প্রতিষ্ঠিত হলেও পরবর্তী দিনে তারা রামলালার একটি মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা নিচ্ছেন।
আরও পড়ুন: মাইক্রো চেয়ারে বসে আছেন অমিতাভ বচ্চন! অবাক কাণ্ড ঘটালেন এক মহিলা! তুমুল ভাইরাল ভিডিও
রাম জন্মভূমি অযোধ্যাতে যেমন রামলালা রয়েছে একইভাবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলীতেও এবার রামলালা পূজিত হবেন। রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তির দিন পুরুলিয়ার অযোধ্যার সিরকাবাদে রামলালার মূর্তি স্থাপিত হয়। দুধ , ঘি, মধু, গঙ্গাজল দিয়ে এই মূর্তির অভিষেক করার পর পুজো শুরু হয়। ছিল নানান অনুষ্ঠানের আয়োজন। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কাতারে কাতারে মানুষের ভিড় হয়েছিল এইদিন।
শর্মিষ্ঠা ব্যানার্জি