Viral Video: মাইক্রো চেয়ারে বসে আছেন অমিতাভ বচ্চন! অবাক কাণ্ড ঘটালেন এক মহিলা! তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: হিন্দি সিনেমা জগতের অন্যতম প্রসিদ্ধ একটি সিনেমা হল দিওয়ার। আগামী ২৪ জানুয়ারি এটি মুক্তি পাওয়ার ৫০ বছর পূর্ণ করতে চলেছে। তাই শিল্পী এই সিনেমার একটি দৃশ্যের মাইক্রো আর্ট তৈরি করেছেন।

+
photo

photo source collected

কোচবিহার: জেলা কোচবিহারের এক গৃহবধূ দীর্ঘ সময় ধরে তাঁর মাইক্রো আর্ট করার শখ। এখনও পর্যন্ত একাধিক মাইক্রো আর্ট তৈরি করে তিনি বহু মানুষের মন জয় করেছেন। তবে ইতিমধ্যেই আবার তিনি এক বিশেষ মাইক্রো আর্ট তৈরি করেছেন। যা বেশ অনেকটাই ভাইরাল হয়ে উঠেছে। হিন্দি সিনেমা জগতের অন্যতম  একটি সিনেমা হল ‘দিওয়ার’। যেটি আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাওয়ার ৫০ বছর পূর্ণ করতে চলেছে। তাই শিল্পী এই সিনেমার একটি দৃশ্যের মাইক্রো আর্ট তৈরি করেছেন। যা বেশ অনেকটাই পছন্দ করছেন বহু মানুষ।
মাইক্রো আর্টিস্ট সোমা মুখার্জী জানান, “হিন্দি সিনেমা জগতের অন্যতম একটি সিনেমার নাম ”দিওয়ার। যা ইতিমধ্যেই বহু মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে। এই সিনেমার সংলাপ থেকে শুরু করে বিভিন্ন দৃশ্য এবং স্টার সবটাই যেন মনে রাখার মতো। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি এই সিনেমা মুক্তি পায়। তারপর থেকে এখনও পর্যন্ত এই সিনেমার ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। তাইতো এই সিনেমার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে তিনি এই মাইক্রো আর্ট তৈরি করেছেন। সিনেমার এক বিশেষ দৃশ্যকে তিনি তুলে ধরেছেন তাঁর মাইক্রো আর্টের মাধ্যমে।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “সিনেমা একাধিক স্টারকাস্ট রয়েছেন। তবে এই সিনেমার নামের কথা মনে পড়লেই অমিতাভ বচ্চনের বিশেষ এই চেয়ারে বসে থাকার দৃশ্যটি মনে পড়ে। তাই তিনি দীর্ঘ তিন থেকে চার মাসের সময়ে এই গোটা বিষয়টি তৈরি করেছেন। অমিতাভ বচ্চনের চেয়ারে বসে থাকার দৃশ্যটি তিনি হুবহু তৈরি করার চেষ্টা করেছেন। এই মাইক্রো আর্ট তৈরি করতে তাঁর প্রয়োজন হয়েছে মডেলিং ক্লে, ফেব্রিক কালার, সুতো, তুলো, টুথপিক, কাগজ, আঠা এবং রেজারের ব্লেডের সেফটি ক্যাপ। বর্তমান সময়ে তাঁর তৈরি এই মাইক্রো আর্ট বেশ অনেকটাই পছন্দ করছেন বহু মানুষ।”
advertisement
হিন্দি সিনেমা জগতের দিওয়ার সিনেমার পঞ্চাশ বছর পূর্তি। আর সেই উপলক্ষে তৈরি এই বিশেষ মাইক্রো আর্ট ইতিমধ্যেই সকলের মন আকর্ষণ করছে। নেট দুনিয়াতেও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে এই বিশেষ মাইক্রো আর্ট। এই সিনেমার ভক্তদের মধ্যেও এই বিশেষ মাইক্রো আর্ট বেশ অনেকটাই সাড়া ফেলেছে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: মাইক্রো চেয়ারে বসে আছেন অমিতাভ বচ্চন! অবাক কাণ্ড ঘটালেন এক মহিলা! তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement