বহরমপুরের হাতিনগরের বাসিন্দা বিশ্বম্ভর কণিকা। হাতিনগর এলাকা থেকে পায়ে হেঁটে অযোধ্যা রওনা দিলেন বিশ্বম্ভর কণিকা নামে ওই ব্যক্তি।দীর্ঘ প্রায় ১৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় পৌঁছাতে তাঁর সময় লাগবে আনুমানিক প্রায় ২ মাস। এই দীর্ঘ পথ তিনি অতিক্রম করবেন স্বয়ং রামের কৃপায়, এমনই বলছেন তিনি৷
আরও পড়ুনDigha: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, বদলে যাচ্ছে দিঘা! রইল ভিডিও
advertisement
সঙ্গে নিয়েছেন নিজের বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তিটিও। পথে যেখানে পারবেন সেখানেই বিশ্রাম নেবেন। এমনকি খাবার জুটিয়ে নেবেন। রামমন্দির উদ্বোধনের আগেই তার ইচ্ছা সেখানে পৌঁছানোর।
বিশ্বম্ভরের কথায়, হনুমানজীকে রামের সাক্ষাৎ পাইয়ে দিতেই নাকি সুদীর্ঘ এই পদযাত্রার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। রাজ্যবাসী তথা সারা দেশবাসীর মঙ্গল কামনা করে যে ছেলে এই দুর্বিসহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ তাই ছেলের সেই মানসিকতাকে সম্মান জানিয়ে নিজেদের চোখের জলে ছেলেকে বিদায় জানান তাঁর বাবা মা, স্ত্রী সহ প্রতিবেশী ও ওই এলাকার সাধারণ মানুষও।
আরও পড়ুন Local Business Idea: মাত্র ১২ টাকায় বদলে গেল চাকরি না পাওয়া যুবকের জীবন! গ্রামীণ ব্যবসার নতুন পথ…
অন্যদিকে এই বিষয়টি জানতে পেরে এদিন সকালে তাঁর বাড়িতে সশরীরে হাজির হন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র। বিধায়ক কাঞ্চন মৈত্র জানান, “রাজ্যবাসী তথা সারা দেশবাসীর মঙ্গল কামনায় যিনি এই সুদীর্ঘ পথ পায়ে হেঁটে অযোধ্যা রওনা দিচ্ছেন তাঁকে সর্বোতভাবে সাহায্য করবে ভারতীয় জনতা পার্টি।”
কৌশিক অধিকারী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F