TRENDING:

Rakhi Making Competition: রাখি বন্ধনের দিনই লড়াইয়ে মাতল কচিকাঁচারা! টক্করের ফলাফল জানলে মন ভাল হয়ে যাবে

Last Updated:

ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করা এবং কিশোর-কিশোরীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: রাখি বন্ধন উপলক্ষে য়এই বছর এক ভিন্নধর্মী প্রতিযোগিতা দেখা গেল রায়দিঘিতে। স্থানীয় থানার উদ্যোগে আয়োজিত হল রাখি তৈরির প্রতিযোগিতা। এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রঙিন সুতো, পুঁতি, কাগজ, ফুল ও নানা সৃজনশীল উপকরণ দিয়ে তৈরি হয় একাধিক অনন্য সুন্দর রাখি।
advertisement

এই অন্যরকম প্রতিযোগিতার আয়োজকদের দাবি, ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করা এবং কিশোর-কিশোরীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়মিত করা হবে বলে উদ্যোক্তারা জানান।

আর‌ও পড়ুন: হাতে পরার পর খাওয়াও যাবে! উদরপূর্তির রাখিতে মজল বাজার

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জি, মথুরাপুর-২ ব্লকের বিডিও নাজির হোসেন, রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় ২৫০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

advertisement

View More

এই রাখি তৈরির প্রতিযোগিতা নিয়ে অংশগ্রহণকারীরা খুবই খুশি ছিলেন। সঙ্গীতা সরকার নামে এক প্রতিযোগী জানান, তিনি পরিবেশ বান্ধব রাখি বানিয়েছেন। তাঁর মত অনেকেই এসেছিলেন। এমন প্রতিযোগিতা প্রথমবারের মতো আয়োজিত হল বলে তিনি জানান।

এমন উদ্যোগ নেওয়ার জন্য রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা রায়দিঘির আইসি’কে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে এরকম আরও প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এই প্রতিযোগিতার সাফল্য দেখে খুশি সকলেই। রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জিও তাঁর বক্তব্যের মাধ্যমে এই প্রতিযোগিতার সাফল্যের কথা তুলে ধরেন। আগামী বছরগুলিতেও এই প্রতিযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rakhi Making Competition: রাখি বন্ধনের দিনই লড়াইয়ে মাতল কচিকাঁচারা! টক্করের ফলাফল জানলে মন ভাল হয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল