Chocolate Rakhi: হাতে পরার পর খাওয়াও যাবে! উদরপূর্তির রাখিতে মজল বাজার

Last Updated:

গোটা রাখিটাই তৈরি চকলেট দিয়ে। তবে কোনরকম মেশিন দিয়ে নয়, হাত তৈরি করা হয়েছে এই নতুন ধরনের রাখি। দামও নাগালের মধ্যে, মাত্র ৩০ টাকা

চকলেট রাখির প্রতীকী ছবি
চকলেট রাখির প্রতীকী ছবি
ঝাড়গ্রাম,রাজু সিং: হাতে পরার রাখি আবার খাওয়াও যায় বলে কখনও শুনেছেন? কিন্তু এবার সেটাই সত্যি করে দেখাল জঙ্গলমহল। ঝাড়গ্রামে একটি বিশেষ দোকান থেকে দেদার বিক্রি হল খাওয়ার যোগ্য এই রাখি! যা কিনতে উপচে পড়ল দিদি-বোনেদের ভিড়।
ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ের একটি দোকানে খাওয়ার যোগ্য এই বিশেষ রাখি বিক্রি হচ্ছে। আসলে গোটা রাখিটাই তৈরি চকলেট দিয়ে। তবে কোনরকম মেশিন দিয়ে নয়, হাত তৈরি করা হয়েছে এই নতুন ধরনের রাখি। দামও নাগালের মধ্যে, মাত্র ৩০ টাকা।
আর‌ও পড়ুন: উত্তরের এই শহরে স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল বদল, একসঙ্গে ৬টি নতুন স্বাস্থ্যকেন্দ্র খুলছে!
ঝাড়গ্রামের এই বিশেষ খাওয়ার যোগ্য রাখি পুরোটাই তৈরি করা হয়েছে কাস্টমাইজড চকলেট দিয়ে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বিভিন্ন উৎসবে হোমমেড চকলেট তৈরি করে আসছে ওই দোকানটি। তবে এবারের রাখি পূর্ণিমা উপলক্ষে তাঁরা বিশেষ কিছু করতে চেয়েছিলেন। আর তার।ই ফলশ্রুতি এই চকলেট রাখি।
advertisement
advertisement
আর‌ও পড়ুন: এমন‌ও হয়! নিজের হাতে ব্লেড দিয়ে নাড়ি কেটে সদ্যোজাত সন্তানকে ফেলে পালানোর চেষ্টা মায়ের
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, চকলেট রাখির প্রতিটি বাক্স। সুন্দর একটি উপহারের বাক্স এবং তার সঙ্গে একটি ছোট বার্তা- যা পুরোপুরি ক্রেতার পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে। চাহিদা অনুযায়ী তাঁরা রাখি থিমে চকো-রাখিও তৈরি করছেন। সেই বিশেষ ধরনের রাখিগুলো সম্পূর্ণভাবে খাওয়ার যোগ্য এবং সম্পূর্ণ চকলেট দিয়েই বানানো। বিক্রেতা জানিয়েছেন এই চকলেটগুলিতে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান- ডার্ক চকো, মিল্ক চকো, বাদাম, কিশমিশ, কোকো বাটার ইত্যাদি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chocolate Rakhi: হাতে পরার পর খাওয়াও যাবে! উদরপূর্তির রাখিতে মজল বাজার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement