বিভিন্ন সামাজিক বার্তাকে সামনে রেখে পরিবেশ বান্ধব পাটকে কাজে লাগিয়ে নানা রকমের রাখি তৈরি করছেন এখানকার বিশেষভাবে সক্ষম আবাসিকরা। আর এই রাখি তৈরির মাধ্যমে স্বনির্ভর হচ্ছে তাঁরা। এখানকার আবাসিকদের মধ্যে কেউ হাঁটতে পারেন না, কারওর আবার হাত নেই। কেউ আবার দৃষ্টিহীন। কারওর দৈহিক বিকাশ স্বাভাবিকভাবে ঘটেনি। আবার এমনও কেউ কেউ এখানে আছেন, যাঁদের দুটো হাতের একটিও নেই। নিজের দুই পা-কে সম্বল করে মনের জোরেই কাজ করে চলেছেন।
advertisement
আরও পড়ুন: কোনও কিছুতেই বাধ মানছে না নদীর স্রোত, কাকদ্বীপে তলিয়ে যাচ্ছে সবকিছু
তমলুকের নিমতৌড়ি হোমের আবাসিকদের তৈরি রাখিতে অপারেশন সিঁন্দুর, নাবালিকা বিবাহ রোধের বার্তা, সেফ ড্রাইভ সেভ লাইফ, নেশামুক্ত ভারত, জল সংরক্ষণের বার্তা তুলে ধরা হচ্ছে। আসন্ন শারদীয়ার আগাম শুভেচ্ছাও ফুটিয়ে তোলা হয়েছে পাটের রাখিতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁদের তৈরি রাখি সকলের হাতে হাতে ঘুরবে ভেবে দারুণ খুশি বিশেষভাবে সক্ষম এইসব শিল্পীরা। রাখিগুলি দেখতে যেমন সুন্দর তেমনই সমাজ সচেতনতার বার্তাও লেখা রয়েছে সেগুলিতে। সম্প্রীতির রাখির সঙ্গে সামাজিক বার্তা বহনকারী এই রাখি সবার কাছেই বাড়তি গুরুত্বের হয়ে উঠছে। তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির আবাসিক হোমের পরিচালকদের কথায় জানা গেল, প্রায় ৭০ হাজার রাখি তৈরি হচ্ছে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে। আর সেই রাখিতে ফুটে উঠছে বিশেষ বার্তা। রাখি বিক্রির লভ্যাংশ যাচ্ছে বিশেষভাবে সক্ষমদের প্রত্যেকের অ্যাকাউন্টে।





