TRENDING:

Howrah News: ১০ মিনিটের বৃষ্টিতেই খেলা! একটি খালই যত কাণ্ড ঘটাচ্ছে বাঁকড়ায়

Last Updated:

বাঁকড়ায় মহেশধারা খাল দখল করে অবৈধ নির্মাণ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: নিকাশি খাল দখল করে অবৈধ নির্মাণ, অল্পবৃষ্টিতেই জলে ভাসছে মানুষ! স্থানীয় মানুষের অভিযোগ এলাকার নিকাশি বুজিয়ে অবৈধ নির্মাণ, সেই নির্মাণের কারণেই অল্প বৃষ্টিতে দুর্ভোগ। একটানা বর্ষায় এলাকা জলমগ্ন দশা, আগামী আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় মানুষ।
advertisement

হাওড়ার বাঁকড়া নয়াবাজ কাঁচকল এবং বাঁকড়া পেশ কোয়ার্টার বাজারের মাঝখান দিয়ে বয়ে চলছে মহেশধারা খাল। এই দুই অঞ্চলের লোকেরা এপার থেকে ওপারে যাবার জন্য কখনও খালের উপরে বাঁশের আবার কখনও কাঠের, আবার অনেক জায়গায় কংক্রিটের সেতু নির্মাণ করে পারাপার করেন। খালের দুই পারে দুই অঞ্চলের ঘন বসতি রয়েছে। গুরুত্বপূর্ণ এই খাল দখল করে নির্মাণ। তাতেই দুর্ভোগ বাড়ছে মানুষের।

advertisement

আরও পড়ুন: পোশাক ব্যবসায় নানা সমস্যায় জর্জরিত! একত্রিত হাওড়া জেলার ব্যবসায়ীরা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বিগত কয়েক বছর ধরে এই খালের বেশ কিছু অংশ ভর্তি করে বাড়ির যাতায়াতের রাস্তা, সারি সারি খালের ধারে দোকান পাট গড়ে উঠছে। খাল দখল করে স্থায়ী-অস্থায়ী গাড়োয়াল তৈরি হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্লাস্টিক পেপার, ময়লা, আবর্জনা এই খালে প্রতিদিন ফেলা হচ্ছে। এইভাবে খাল ভর্তি হওয়ার প্রবণতা বাড়ছে। তাতেই বৃষ্টির সময়ে জল নিকাশির বড় সমস্যা। ঘটনায় চিন্তিত বহু পরিবার, অল্প বৃষ্টি হলেই ওই এলাকায় বেশ কিছু নিচু জায়গা জলমগ্ন হয়ে পড়ে তার ফলে একাধিক পরিবার দুর্ভোগের শিকার। স্থানীয়দের অভিযোগ এভাবে যদি খাল বুজিয়ে দেওয়া হয় তাহলে ভোগান্তি আরও বাড়বে। স্থানীয়দের একাংশের অভিযোগ এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও এখনও পর্যন্ত কোন সমাধান মেলেনি।

advertisement

এই বিষয়ে বাঁকড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আঙ্গুরা বেগম জানান, পঞ্চায়েতে পুরো বিষয়টি জানানো হয়েছে। ভবিষ্যতে হাই ড্রেন দিয়ে জল যাবে, ড্রেন করা নেই বলে খালে জল যাচ্ছে। কিন্তু এইভাবে খাল বুজিয়ে অবৈধ নির্মাণ কোনোভাবেই মানা যায় না। কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য খাল বুজিয়ে এই কাজ করছেন বলে জানালেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল আলিম। নিকাশি ব্যবস্থা ঠিক হলে নয়াবাজ, মুন্সীডাঙ্গার সকল গ্রামবাসী উপকৃত হবেন বলে জানান শেখ তিনি।

advertisement

বাঁকড়া ২১০ নং সংসদ ৩ নং গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আব্দুল রহিম জানান, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না। বর্তমানে তারা প্রতিবাদ করলেও এ বিষয়ে কোনও লাভ হচ্ছে না বলে জানান তিনি। এই বিষয়ে পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি। খাল খুব শীঘ্রই পরিষ্কার করা দরকার তা নাহলে বাঁকড়া ১, ২, ৩ এর এলাকাগুলোয় জল বাড়িতে বাড়িতে ঢুকে গেলে সঠিকভাবে জল নিকাশি ব্যবস্থা করা যাবে না। অবৈধ নির্মাণ অবিলম্বে বন্ধ করে খাল নিকাশি করে জল সংস্কার ভাল করার জন্য চেষ্টা চালানো হবে বলে জানালেন পঞ্চায়েত সদস্য তথা বাঁকড়া ৩ এর চেয়ারম্যান জাকির হোসেন মণ্ডল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ১০ মিনিটের বৃষ্টিতেই খেলা! একটি খালই যত কাণ্ড ঘটাচ্ছে বাঁকড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল