এই সময় আমন ধান চাষের জন্য বীজতলা তৈরির সময়। কিন্তু বৃষ্টির ফলে জল জমে থাকায় বহু চাষি তলা ফেলতে পারছেন না। আবার অনেকে বীজতলা তৈরির জন্য ধান ছড়িয়েছিলেন জমিতে। কিন্তু বৃষ্টিতে কিছু ক্ষেত্রে সেগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে।
এ নিয়ে ধানচাষি নারায়নচন্দ্র বর্মণ, তিনি জানান, এবছর দু’বার করে বীজতলা তৈরির জন্য ধান ফেলেছিলেন। সেগুলি নষ্ট হয়ে গিয়েছে। এখন জমি জলে ডুবে আছে ফলে ক্ষতি হবে এ বছর চাষে।
advertisement
এই বৃষ্টির জেরে একাধিক নীচু এলাকা থেকে শুরু করে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। নষ্ট হয়েছে বীজতলা। যার জেরে জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
অধিকাংশ জমি জলে ডুবে থাকায় বীজতলা পচে যেতে পারে। সেই আশঙ্কা করছেন সুকেশ বেরা নামের এক চাষি। জমা জল নামার কোনও লক্ষণ নেই। এখন কবে এই পরিস্থিতির উন্নতি হয় সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই।