আছে কম্পিউটার, আছে রেলের সিস্টেম। কিন্তু অকেজো হয়ে পড়ে আছে রেলের টিকিট কাউন্টার। কারণ, বিএসএনএলের ইন্টারনেট পরিষেবা অকেজো। আর তার জেরেই ২৭শে ফেব্রুয়ারি থেকে বন্ধ রেলের টিকিট কাউন্টার। পুর্ব রেলের অধিনস্থ কান্দি মহকুমার মানুষের কথা মাথায় রেখে তৎকালীন সময়ে রেল প্রতিমন্ত্রী থাকা কালীন কান্দি বাসট্যান্ডের ওপর রেলের টিকিট কাউন্টার পরিষেবা চালু করা হয়। ২০২০ সালে কোভিড মহামারির সময়ে বন্ধ ছিল বেশ কয়েক মাস টিকিট কাউন্টার।
advertisement
পরবর্তীতে কর্মীর অভাবে কয়েক মাস বন্ধ থাকলেও কান্দি পৌরসভা এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার উদ্যোগ গ্রহণ করলে আবার পুনরায় চালু হয় টিকিট কাউন্টার। কিন্তু ২৬শে ফেব্রুয়ারি হঠাৎই অকেজো হয়ে পড়ে পরিষেবা। বিএসএনএলের তার কেটে যাওয়ার কারণেই ২৭শে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে এই টিকিট কাউন্টার। বারবার BSNL বা রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হলেও সুরাহা মেলেনি বলেই অভিযোগ।
কান্দি রেলের মানচিত্রের সঙ্গে যুক্ত হয়নি। যার কারণে সালার, খাগড়াঘাট এমনকি সাঁইথিয়া ষ্টেশনে যেতে হয় মহকুমার বাসিন্দাদের ট্রেনে চাপার জন্য। এমনকি কান্দি মহকুমার বহু মানুষ পরিযায়ী শ্রমিকের সঙ্গে যুক্ত ।ভিন রাজ্যে কাজে গেলেও রেলের টিকিট কাটতে পারছেন না কাউন্টার থেকে। পুজোর মরশুমে টিকিট কাটতেও সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের।
তবে টিকিট কাউন্টার থাকলেও কবে তা চালু হবে এই প্রশ্ন এখন শহরবাসীর।
কৌশিক অধিকারী