TRENDING:

Paschim Medinipore: রেল ব্রিজের উপরে হঠাৎ চলে এল ট্রেন, কংসাবতীতে গিয়ে পড়লেন রেলকর্মী

Last Updated:

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন খড়্গপুর ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং গুরগুড়ি পাল থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শোভন দাস, মেদিনীপুর: রেল লাইন মেরামতি করতে গিয়েছিলেন রেলকর্মী৷ কিন্তু সেই কাজ থেকে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি হল তাঁর৷ রেলব্রিজের উপরে আচমকা ট্রেন চলে আসায় নীচে নদীতে গিয়ে পড়েন ওই রেলকর্মী৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও খোঁজ মেলেনি তাঁর৷ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মেদিনীপুরে কংসাবতী রেলব্রিজে৷
এই সেতু থেকেই নীচে পড়ে যান রেলকর্মী৷
এই সেতু থেকেই নীচে পড়ে যান রেলকর্মী৷
advertisement

জানা গিয়েছে, রেললাইনের কাজ সেরে খড়্গপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে ফিরছিলেন তাপস দাস নামে ওই রেলকর্মী৷ রেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে গোকুলপুরে রেললাইনের কাজ করছিলেন বেশ কয়েকজন রেলকর্মী। কাজ শেষ করে তাঁরা যখন কংসাবতী নদীর উপরের রেলব্রিজ ধরে হেঁটে মেদিনীপুরের দিকে ফিরছিলেন, তখন হঠাৎই ওই লাইনে চলে আসে আরণ্যক এক্সপ্রেস। সেই সময় কোনওভাবে রেলব্রিজের ধারে চলে যান ওই রেলকর্মী। এর পরেই নদীতে পড়ে যান তিনি।

advertisement

আরও পড়ুন: হাওড়া খড়গপুর শাখায় যাত্রীবোঝাই লোকাল ট্রেনের খুলে গেল বগি! ব্যাহত ট্রেন চলাচল

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন খড়্গপুর ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং গুরগুড়ি পাল থানার পুলিশ। নিজের প্রাণ বাঁচাতে ওই রেলকর্মী নদীতে ঝাঁপ দেন নাকি দুর্ঘটনাগ্রস্ত রেলকর্মী ব্রিজ থেকে নীচে পড়ে যান, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তবে এখনও পর্যন্ত কোনও হদিশ মেলেনি ওই রেলকর্মীর। রেলকর্মীর খোঁজে নদীতে ডুবুরি নামানোরও চেষ্টা চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

যে রেলব্রিজের উপরে এই দুর্ঘটনা ঘটেছে, তার এক দিকে হেঁটে যাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে৷ সেতুর ওই অংশে রেলিংও রয়েছে৷ তা সত্ত্বেও সেদিকে না গিয়ে ওই রেলকর্মী উল্টোদিকে যে অংশ খোলা, সম্ভবত তাড়াহুড়ো করে সেদিকে চলে যান ওই রেলকর্মী৷ যার ফলে বিপদে পড়েন তিনি৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipore: রেল ব্রিজের উপরে হঠাৎ চলে এল ট্রেন, কংসাবতীতে গিয়ে পড়লেন রেলকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল