যার ফলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হাওড়া-খড়গপুর শাখায় সাঁকরাইল ক্রসিংয়ে যানজট দীর্ঘ সময় আটকে পড়ার মত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে মানুষ। এর ফলে খুব সহজেই সাঁকরাইল বানীপুর ঝোরহাট এবং মানিকপুর, সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের মানুষ লক্ষাধিক মানুষ ১৬ নং জাতীয় সড়কে পৌঁছতে পারবে আরও কম সময়ে। একই সঙ্গে ধূলাগড় সহ বিভিন্ন অঞ্চলের মানুষ আরও সহজে এই ব্রিজ ব্যবহার করে হাজী এস টি হাসপাতালেও পৌঁছতে পারবেন। পার্লামেন্টে বিগত ৭ বছর ধরে চেষ্টার পর সাঁকরাইল রেল লাইনে ওভার ব্রিজ নির্মাণের কাজ অবশেষে চলছে, খুব শীঘ্রই তা শেষ হবে বলেও জানান হাওড়ার চারবারের বিজয়ী সাংসদ প্রসূন ব্যানার্জী।
advertisement
আরও পড়ুন: বাড়িতে ডিম রেখে ২৫টি সাপের বাচ্চার জন্ম দিলেন ইনি! জানাজানি হতেই হইচই পড়ে গেল এলাকায়
এই ব্রিজের ফলে খুব সহজেই NH6 এর দিক থেকে সাঁকরাইল স্টেশনের অপর দিকে চাঁপাতলা, মানিকপুরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে বলে জানান সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। বড় বড় ট্রাকগুলো যাতায়াতের ফলে যানজটের সৃষ্টি হয়, ছোট গাড়ি চলাচলে অসুবিধা হয়। ওভার ব্রিজ নির্মাণে মানুষের যাতায়াতে অনেকটা সুবিধা হবে বলে জানালেন স্থানীয় দোকানদার। দীর্ঘক্ষণ ক্রসিং-এ দাঁড়িয়ে থাকতে হয়, যানজটের সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগের শেষ থাকে না বলে জানান স্থানীয় দোকানদার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ওভার ব্রিজ নির্মিত হলে এতদিন রেল ক্রসিং ঘুরে যেতে হত, সেটা করতে হবে না, যাতায়াতের সময় কম লাগবে বলে জানায় এলাকাবাসী চন্ডি মাঝি। কয়েকমাস আগে শুরু হওয়া সাঁকরাইল রেল লাইনে ওভারব্রিজ নির্মিত হলে স্টেশন সংলগ্ন বাজার, মাছের আড়ৎ, দোকান এবং অটো স্ট্যান্ড, ট্রেকার স্ট্যান্ড এড়িয়ে লেভেল ক্রসিংয়ের ঝামেলা ছাড়াই বড় বড় গাড়ি স্টেশন পারাপার করতে সক্ষম হবে।
রাকেশ মাইতি





