ফুট ওভারব্রিজ তৈরির দাবিতে সোমবার সকাল থেকে ব্যারাকপুর স্টেশনে রেল অবরোধ করেছিলেন এলাকাবাসীরা এবং প্যাসেঞ্জার ফোরাম। বেলা বাড়তে ধীরে ধীরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে। কিন্তু এতক্ষণ শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল চলাচল এখনও স্বাভাবিক গতি ফিরে পায়নি। সোমবার দুপুরের পর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে ধারণা রেলের।
advertisement
আরও পড়ুন: ব্যারাকপুর স্টেশনে অবরোধ! সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম দুর্ভোগ যাত্রীদের
আরও পড়ুন: ফের বন্দে ভারতে এক্সপ্রেসে আতঙ্ক! সোমবার সকালে হঠাৎ ট্রেনের কোচে দাউদাউ আগুন
স্টেশনে রেল লাইনের উপর একটি ফ্লাইওভার রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। এই ফ্লাইওভার ব্যারাকপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে ব্যারাকপুর স্টেশনের বাসস্ট্যান্ডের দিকে চলে গিয়েছে। ফ্লাইওভারটি থাকায় ব্যারাকপুরবাসীর এপার থেকে ওপার করা, স্টেশন থেকে রাস্তায় নামা, রাস্তা থেকে স্টেশনে ওঠায় খুব সুবিধা হত।
কিন্তু রেল কর্তৃপক্ষ এই ফ্লাইওভারটি লকডাউনের সময় বেশ কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেয়। ফলে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে শুধু দু’নম্বরে যাওয়া যায় এখন। যাঁরা এই ফ্লাইওভার দিয়ে এপার ওপার হতেন তাঁরা ভোগান্তির শিকার হন। চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে গেলে অনেকটা ঘুরে আসতে হয়।
এই ফ্লাইওভারটিই পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে সকাল থেকে ব্যারাকপুর স্টেশন চত্বরে প্যাসেঞ্জার ফোরাম এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন।
অরুণ ঘোষ