ট্রেনের যাত্রাপদ বদল হয়েছে বনগাঁ মাঝেরহাট লাইনে, লোকাল বন্ধ করে দেওয়া হয়েছে। বনগাঁ বারাসাত লোকাল পরিবর্তন করে আগের যাত্রা পথ রাখতে হবে এই দাবিতে অশোকনগরের ট্রেন অবরোধ হয় শুক্রবার সকাল থেকে।
আরও পড়ুন: কেউ বলে বাবু-কেউ বলে বৌ! সস্তার এই শাক আসলে খুবই ‘দামি’, রোজ খেলে স্থায়ী হবে যৌবন-জৌলুস! জানুন
advertisement
এই মুহূর্তে অশোকনগরে শিয়ালদহ বনগাঁ শাখার আপ ডাউনের ট্রেন চলাচল বন্ধ। বন্ধ রয়েছে যশোর রোড। রেল অবরোধকারীদের দাবি সকালে বনগাঁ মাঝেরহাট যে ট্রেন রয়েছে সেই ট্রেনটি পুজোর আগে থেকে বনগাঁ টু বারাসাত করে দেওয়া হয়েছে। অবরোধকারীদের দাবি, বনগাঁ টু মাঝেরহাট লোকাল করতে হবে বারবার রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ না মানায় তারই প্রতিবাদে এই বনগাঁ শিয়ালদহ শাখার অশোকনগর রেলস্টেশনে অবরোধ করেন যাত্রীরা।
আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার
আপ লাইনের ট্রেন থেকে এক যাত্রী এই অবরোধের প্রতিবাদ করলে, অবরোধকারীরা রীতিমতো তেড়ে যায় ওই ট্রেন যাত্রীকে মারধর করার জন্য। রেল পুলিশের পক্ষ থেকে বাঁধা দিতে এলে রীতিমতো রেল পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরা।
জিয়াউল আলম