সোমবার সকাল থেকেই ষ্টেশনে এসে যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়। অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সোমবার সকালে পৌঁছন মালদহ ডিভিশনের ডিআর এমবিকাশ চৌবে। রাধিকাপুর এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ১৩৪৬৬ ডাউন মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসকে ঘুরিয়ে দেওয়া হয়েছে পাকুড় দিয়ে, মুরারই হয়ে চলবে। ১৩৪২১ আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস একেও মুরারই দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ০৫৪৩৩ আপ আজিমগঞ্জ বারহাড়ুয়া স্পেশ্যাল লোকাল বাতিল করা হয়েছে। ০৩৪৩৮ ডাউন মালদহ থেকে আজিমগঞ্জগামী লোকাল ট্রেন এটিও বাতিল করে দেওয়া হয়েছে। ট্রেন বাতিলের কারণে রেল দুর্ভোগের মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের।
advertisement
আরও পড়ুনঃ চলতি সপ্তাহে দার্জিলিং-কালিম্পং যাওয়ার প্ল্যান? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
সোমবার সকাল ৮টা নাগাদ যে সকল যাত্রীরা রাধিকাপুরের উদ্দেশ্যে ছিল, তাদের জন্য পাঁচটি বগি নিয়ে রাধিকাপুর এক্সপ্রেসকে নিয়ে যাওয়া হল গন্তব্যস্থলে ঘুর পথে। পাশাপাশি, যাদের কাছেই বাড়ি ছিল তাদেরকে ছোট ছোট গাড়ি নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয় রেলের তরফে। অন্যদিকে, এই ট্রেন বাতিলের কারনেই যাত্রী দুর্ভোগ তৈরি হয় জঙ্গিপুর ষ্টেশনে।
মালদহ ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে তিনি জানান, কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল রাধিকাপুর এক্সপ্রেস। একটি বালি বোঝাই ট্রাক রেলের ট্র্যাকে চলে আসার কারণেই গাড়ির চালকের পক্ষ থেকে এমার্জেন্সি ব্রেক কষা হয়। এখানে ট্রাক আসার কথা আসা নয়, উপরে জাতীয় সড়ক থাকার কারণে পাশেই রেলের লাইনে বালি বোঝাই ট্রাক চলে আসে। তদন্ত করে দেখছি কী করে এই ট্রাক রেল লাইনে চলে এল। তবে যাত্রীরা যারা ছিল তাদের কে ইতি মধ্যেই গন্তব্য পাঠানো হয়েছে। নলহাটি ও পাকুড় দিয়ে যাত্রীদের গন্তব্য পাঠানো হচ্ছে। অন্যদিকে, ট্রাকের সঙ্গে কিছু বোল্ডার আসার কারণেই রেলের ইঞ্জিনের নীচের দিকে আগুন লেগে যায়।
তবে এখন দ্রুত গতিতে ডাউন লাইন রেলের লাইন ক্লিয়ার করা হয়েছে, আপ লাইনের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনকে সরানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীরা বর্তমানে সকলেই সুস্থ আছেন। কাওরির কোনও রকম ক্ষতিগ্রস্ত হয়নি। রবিবার রাত ১.৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যদিও প্রাণহানি হয়নি। চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন যাত্রীরা। আপ রাধিকাপুর এক্সপ্রেস রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। দুর্ঘটনাস্থলেই থমকে যায় ট্রেন। মাঝরাতে আটকে পড়েন যাত্রীরা।
কৌশিক অধিকারী