TRENDING:

Radha Krishna Pushpa Abhishek: ইসকন নামহট্ট সেন্টারে রাধাকৃষ্ণের পুষ্প অভিষেক! কীর্তন, শাস্ত্র পাঠে মহিমামণ্ডিত আশ্রম, ভগবানের চরণে সুগন্ধি পুষ্পবৃষ্টি দেখুন

Last Updated:

Radha Krishna Pushpa Abhishek: শান্তিপুরের ইসকন নামহট্ট সেন্টারে ভক্তি ও উৎসবের আবহে জাঁকজমকভাবে উদযাপিত হল ভগবান রাধাকৃষ্ণের পুষ্প অভিষেক অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার মন্দির নগরী শান্তিপুরে ভক্তি ও উৎসবের আবহে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল ভগবান রাধাকৃষ্ণের পুষ্প অভিষেক অনুষ্ঠান। নদিয়া জেলার শান্তিপুর শহরের চৌগাছা পাড়ায় অবস্থিত ইসকন নামহট্ট সেন্টারে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাস্ত্রসম্মত বৈষ্ণব প্রথা অনুযায়ী, গোপিনীদের ভাবানুকরণে ভগবান শ্রীশ্রী রাধাকৃষ্ণকে নানা রঙের সুগন্ধি ফুল দিয়ে অভিষেক করানো হয়। যা ভক্তদের কাছে এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে।
advertisement

এই পুষ্প অভিষেক উৎসবে স্থানীয় ভক্তদের পাশাপাশি মন্দিরের আবাসিক ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ আকর্ষণ হিসেবে, মায়াপুর থেকে আগত একাধিক মহারাজ ও বিশিষ্ট সাধু-ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মহিমামণ্ডিত হয়ে ওঠে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, বসুদেব নন্দন প্রভু ও বৈষ্ণব স্মরণদাস প্রভু-সহ আরও বহু বৈষ্ণব সন্ন্যাসী ও ভক্তবৃন্দ। তাঁদের নেতৃত্বে ভক্তিমূলক কীর্তন, শাস্ত্র পাঠ ও ভগবৎ আলোচনা অনুষ্ঠানের আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর করে তোলে।

advertisement

আরও পড়ুনঃ শীতের সন্ধ্যায় নাট্যপ্রেমীদের জ্যাকপট! দুবরাজপুরে নাটকের মহাযজ্ঞ! সম্পূর্ণ বিনামূল্যে রঙ্গমঞ্চ উপভোগ

স্থানীয় কমিটির প্রেসিডেন্ট মহাকৃষ্ণ দাস এবং উৎপল দাসের তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই পুষ্প অভিষেক উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। রাধাকৃষ্ণের দর্শন ও পুষ্প অভিষেক প্রত্যক্ষ করতে শান্তিপুর শহর ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা উপস্থিত হন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ক্রেতাশূন্য বাজারে ধাক্কা! পূর্বস্থলীতে জমিতেই নষ্ট হচ্ছে ফুলের চারা, লোকসানের মুখে চাষিরা
আরও দেখুন

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। প্রায় পাঁচ শতাধিক ভক্ত শান্তিপুর ও দূর-দূরান্ত থেকে এসে প্রসাদ গ্রহণ করেন। ভক্তিমূলক কীর্তন, পূজা ও প্রসাদের মাধ্যমে এই পুষ্প অভিষেক উৎসব শান্তিপুরে এক অনন্য ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে, যা ভক্তদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Radha Krishna Pushpa Abhishek: ইসকন নামহট্ট সেন্টারে রাধাকৃষ্ণের পুষ্প অভিষেক! কীর্তন, শাস্ত্র পাঠে মহিমামণ্ডিত আশ্রম, ভগবানের চরণে সুগন্ধি পুষ্পবৃষ্টি দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল