TRENDING:

Rachana Banerjee: বন্যা পরিদর্শনে গিয়ে এ কী কিনলেন রচনা! মনে 'ভয়', গলার কী হবে এরপর!

Last Updated:

Rachana Banerjee: বন্যা পরিস্থিতি ঘুরে দেখে গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় এক লোভনীয় জিনিস দেখতে পান রচনা। আর সঙ্গে সঙ্গে কিনে নেন। কিন্তু তারপরেই ভয়! কেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বুধবার বলাগরের বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি ঘুরে দেখে গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় এক লোভনীয় জিনিস দেখতে পান রচনা। গলা ধরবে কিনা আগে জেনে নিয়েছিলেন একেবারে চাষির থেকেই, তারপরেই দেরি না করে রান্নার জন্য একেবারে চাষিদের থেকে ওল কেনেন সাংসদ।
হাতে ওল নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় 
হাতে ওল নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় 
advertisement

বলেন ওল খেতে খুব ভাল লাগে, তাই এত ফ্রেশ ওল দেখে নিজেও কিনে নিলেন বাড়ির জন্য। অক্ষর চেনাতে ছোটবেলায় সহজপাঠের পাঠ্য ছিল “ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছেই বলা”। ওলে গলা ধরে কিনা তা নিয়ে তর্ক রয়েছে। যারা কচু পছন্দ করেন না, তারা বড় বড় চোখওয়ালা গোলাকার সবজি বাজারের ব্যাগে নিতে চান না।

advertisement

আরও পড়ুন: গরম কমে শুরু ঝড়জল, বৃষ্টি আর কতদিন চলবে? পুজোতেও হবে নাকি? আবহাওয়ার বড় খবর

তবে যাদের পছন্দ ওল ভাতে, ওল ভাজা অথবা ইলিশ চিংড়ি দিয়ে রকমারি পদ। তারা ওল কেনেন। বাজারে ওলের দামও ভালই। বলাগড়ের মিলন গড় থেকে চর খয়রামারি যাওয়ার সময় রাস্তায় দাড়িয়ে রচনা দেখেন চাষিরা ওল ধুয়ে বাজারে নেবেন বলে বস্তায় ভরছেন। চাষিদের থেকে সেই ওল কিনলেন হুগলির সাংসদ। দরদাম না করলেও ওলে গলা ধরবে কিনা জানতে চান চাষির কাছে।

advertisement

View More

আরও পড়ুন: আবার কী ঘটল আরজি করে! ফের জুনিয়র ডাক্তারদের অবস্থান-স্লোগান! নিশানায় ‘সেই’ ১২ জন

সাংসদ বলেন, ‘খুব সুন্দর ওলের চাষ হয়েছে। ওল খেতে পছন্দ করি তাই নিয়ে গেলাম। হুগলির সমস্ত সবজি একেবারে ফ্রেশ। তাই ফ্রেশ সবজির স্বাদ রান্নার মাত্রা বাড়িয়ে দেয়।’ সেই কারণে ওল দেখতে পেয়ে একেবারে চাষিদের থেকেই সেই ওল কিনে নেন সংসদ তথা বাংলার দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আকাশ ছোঁয়া কনকচুর ধান, পেস্তা, ক্ষীর...! মহার্ঘ হতে পারে জয়নগরের 'মোয়া', কত হবে দাম?
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Banerjee: বন্যা পরিদর্শনে গিয়ে এ কী কিনলেন রচনা! মনে 'ভয়', গলার কী হবে এরপর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল