এদিন শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাবের পুজো প্রাঙ্গন থেকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ১০১টি রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, কালনার মহকুমা শাসক অহিংসা জয়েন, বিডিও অনন্যা বিশ্বাস সহ প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা।
advertisement
পুলিশ সুপার এদিন জানান, এই বছর সুষ্ঠুভাবে রাস পরিচালনার জন্য পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকছে। সেই সঙ্গেই বাড়তি সিসি ক্যামেরা রয়েছে এবং ড্রোনের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
প্রসঙ্গত, রাস উৎসবের কথা শুনলেই অনেকের মাথায় প্রথমে নবদ্বীপ কিংবা শান্তিপুরের ছবি ভেসে ওঠে। তবে বর্ধমানের শ্রীরামপুর এলাকাতেও কিন্তু বেশ ধুমধাম করে রাস উদযাপিত হয়। সোমবার সেখানকার একগুচ্ছ মণ্ডপের উদ্বোধন হয়েছে। এই বছর সুষ্ঠুভাবে রাস পরিচালনার জন্য কী কী আয়োজন করা হয়েছে সেকথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
