TRENDING:

Raas Utsav: রাস উপলক্ষ্যে শ্রীরামপুরে সাজো সাজো রব! হয়ে গেল একগুচ্ছ মণ্ডপের উদ্বোধন, উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক আয়োজন

Last Updated:

Raas Utsav: রাস উৎসবকে সামনে রেখে সোমবার রাতে শ্রীরামপুর এলাকার একগুচ্ছ পুজো প্যান্ডেলের উদ্বোধন হল। এই বছর সুষ্ঠুভাবে রাস পরিচালনার জন্য কী কী আয়োজন করা হয়েছে সেকথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ দুর্গাপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, একে একে সব মিটে গিয়েছে। তবে বাঙালির উৎসবের মরশুম কিন্তু এখনও শেষ হয়নি। এবার রাস উৎসবের পালা। বর্তমানে এই নিয়ে রাজ্যের নানা প্রান্তে জোরকদমে তোড়জোড় চলছে। এই রাস উৎসবকে সামনে রেখে যেমন সোমবার রাতে শ্রীরামপুর এলাকার একগুচ্ছ পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেল।
শ্রীরামপুর এলাকার একগুচ্ছ পুজো প্যান্ডেলের উদ্বোধন
শ্রীরামপুর এলাকার একগুচ্ছ পুজো প্যান্ডেলের উদ্বোধন
advertisement

এদিন শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাবের পুজো প্রাঙ্গন থেকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ১০১টি রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, কালনার মহকুমা শাসক অহিংসা জয়েন, বিডিও অনন্যা বিশ্বাস সহ প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা।

advertisement

আরও পড়ুনঃ নবদ্বীপ, শান্তিপুর তো অনেক হল! এবার রাস পূর্ণিমায় ঘুরে আসুন দাঁইহাট, জৌলুস আর ভক্তির মিশ্রণে জমে উঠবে আপনার রাস

পুলিশ সুপার এদিন জানান, এই বছর সুষ্ঠুভাবে রাস পরিচালনার জন্য পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকছে। সেই সঙ্গেই বাড়তি সিসি ক্যামেরা রয়েছে এবং ড্রোনের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইঞ্জিনিয়ারিং না পড়েও থ্রেসার মেশিন তৈরিতে এক্সপার্ট মালদহের যুবক, রোজগার অঢেল
আরও দেখুন

প্রসঙ্গত, রাস উৎসবের কথা শুনলেই অনেকের মাথায় প্রথমে নবদ্বীপ কিংবা শান্তিপুরের ছবি ভেসে ওঠে। তবে বর্ধমানের শ্রীরামপুর এলাকাতেও কিন্তু বেশ ধুমধাম করে রাস উদযাপিত হয়। সোমবার সেখানকার একগুচ্ছ মণ্ডপের উদ্বোধন হয়েছে। এই বছর সুষ্ঠুভাবে রাস পরিচালনার জন্য কী কী আয়োজন করা হয়েছে সেকথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Utsav: রাস উপলক্ষ্যে শ্রীরামপুরে সাজো সাজো রব! হয়ে গেল একগুচ্ছ মণ্ডপের উদ্বোধন, উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল